নারীকেন্দ্রিক ছবি এখন বলিউডের অন্যতম ট্রেন্ড।ফারহান আখতার পরিচালিত আগামী ছবি ‘জি লে জারা’ নিয়ে জল্পনা তো চলছেই। এবার বলিউডে তৈরি হতে চলেছে একটি নতুন রোড ট্রিপড ড্রামা।জানা যাচ্ছে, ছবির নাম রাখা হয়েছে ‘ধক্ ধক্’। ফারহানের ‘জি লে জারা’-র মতো এই ছবিতেও থাকছে একদল মেয়ের যাত্রাপথের কাহিনি।ছবির অন্যতম প্রযোজক তাপসী পান্নু।‘ধক্ ধক্’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন ফতিমা সানা সেখ,দিয়া মির্জা,সঞ্জনা সাংঘি এবং রত্না পাঠক শাহ।ছবিটি পরিচালনা করবেন তরুণ দুদেজা।সদ্যই শুরু হয়েছে ছবির শ্যুটিং।
স্বাধীনচেতা চার নারীর গল্প ‘ধক্ ধক্’।স্বাধীন আত্মনির্ভর জীবনের খোঁজে রাস্তায় বেরিয়ে পড়ে নানা বয়সী চার নারী।তারপর পথে বেরিয়ে কি ভাবে তাঁরা পেল স্বাধীনতার খোঁজ, সেই গল্প নিয়েই তৈরি হচ্ছে নতুন ছবি ‘ধক্ ধক্’।আগামী বছর বড়পর্দায় মুক্তি পাবে এই অন্যধারার ছবি।
View this post on Instagram