সোনা দা তাঁর দুই সঙ্গী নিয়ে নতুন রহস্য ভেদে বেড়িয়ে পরছেন। এবার এই ত্রয়ী কর্ণসুবর্ণের গুপ্তধনের খোঁজ করবেন। ২০১৮ সালে ‘গুপ্তধনের সন্ধানে’ ও ২০১৯ সালে ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর মাধ্যমে দুই সঙ্গী আবীর ও ঝিনুককে নিয়ে সোনা দা দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছিল। দু’ বছর পর আবারও গুপ্তধনের সন্ধানে রোমাঞ্চকর যাত্রার জন্য প্রস্তুত সোনা দা । আসছে ‘গুপ্তধন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি কর্ণসুবর্ণের গুপ্তধন’। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় আবীর চট্টোপাধ্যায়কে নিয়ে এই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু করল ।
সোনা দা-র ভূমিকায় থাকছেন আবীর । এছাড়া সোনা দা-র সহযোগী ঝিনুক ও আবীরের চরিত্রে রয়েছেন ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী। তবে আগের দুটি ছবির থেকেও দর্শকদের অনেক বেশি মাত্রায় বিস্মিত করার পরিকল্পনা পরিচালকের। নাম শুনেই বোঝা যাচ্ছে, এই ছবিতে থাকবে কর্ণসুবর্ণের এক গৌরবময় অধ্যায়। ইতিহাস এবং রোমাঞ্চর নিখুঁত মিশেলে তৈরি হবে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’।
ছবির সঙ্গীত পরিচালনা করবেন বিক্রম ঘোষ। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাঁরা শ্যুটিংয়ের কাজ শুরু করছেন মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই। অর্থৎ শ্যুটিং শুরু সোনা দা ও তাঁর দলবলের নতুন রোমাঞ্চকর কাহিনির । এই বছরেই এই ছবির মুক্তির কথা শোনা যাচ্ছে। এই ছবির শ্যুটিংয়ের পরপরই আবীর অরিন্দম শীলের সঙ্গে শুরু করবেন ব্যোমকেশ সিরিজের শ্যুটিংয়ের কাজ।