বলিউডের সর্বকালের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম মীনা কুমারী।আগামী ৩১মার্চ অকালপ্রয়াত এই অভিনেত্রীর ৫০তম মৃত্যুবার্ষিকী।বর্তমান বলিউডে বায়োপিকের দারুণ রমরমা।সদ্যই জানা গিয়েছে, মীনা কুমারীর বায়োপিক তৈরি করতে চান বলিউডের একজন প্রথম সারির প্রযোজক।খবর রয়েছে, সেই ছবিতে মীনা কুমারীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী কৃতি স্যানন।এই মুহূর্তে বলিউড নায়িকাদের মধ্যে দুর্দান্ত কাজ করছেন ‘বরেলি কি বরফি’ খ্যাত নায়িকা।গত বছর ‘মিমি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন তিনি।তাই মীনা কুমারীর বায়োপিকের জন্য কৃতিকেই পছন্দ করেছেন নির্মাতারা।শোনা যাচ্ছে,ছবিতে কাজ করতে কৃতি রাজিও হয়ে গিয়েছেন।তবে এখনই শ্যুটিং শুরুর কোন সম্ভাবনা নেই।কারণ,এখনও ছবির অন্য কাস্টিং ঠিক হয়ন।পাশাপাশি অভিনেত্রীর একাধিক ছবির শ্যুটিং বাকি রয়েছে।মীনা কুমারীর বায়োপিক নিয়ে আর নতুন কি খবর প্রকাশ্যে আসে সেদিকেই নজর থাকবে আমাদের।
Html code here! Replace this with any non empty text and that's it.