Tuesday, August 5, 2025
HomeবিনোদনDipankar Dey-Dolon Roy : একাকীত্বে ভুগছেন দীপঙ্কর?

Dipankar Dey-Dolon Roy : একাকীত্বে ভুগছেন দীপঙ্কর?

Follow Us :

কলকাতা : মাঝ বয়সে পৌঁছে একে অপরকে বিয়ে করেছেন তাঁরা। একসময় তাঁদের অসমবয়সী সম্পর্ক নিয়ে ছি ছি রব উঠেছিল টলিউড ইন্ডাস্ট্রিতে। যদিও তাঁদের ভালোবাসার কাছে হার মেনেছে সমাজ। কথা হচ্ছে, টলিউডের প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে ও তাঁর স্ত্রী দোলন রায়কে(Dipankar Dey,Dolon Roy) নিয়ে। তবে এবার দোলনকে নিয়ে গুরুতর অভিযোগ করলেন দীপঙ্কর!তিন বছর আগে কাগজে-কলমে সই-সাবুদ করে বিয়ের পর্ব সেরেছিলেন দীপঙ্কর দে ও দোলন রায়। তাঁদের সম্পর্কের বয়স কিন্তু ২৭ বছর। তিন বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাঁরা। তার আগে লিভিং করতেন তাঁরা। বাইপাস লাগোয়া বহুতলের ১৯তলায় ফ্ল্যাট এই দম্পতির। রবি ঘোষের নাটক দলে কাজের সূত্রে আলাপ দুজনের, সেখান থেকেই ৭৮ বছর বয়সী দীপঙ্করের সাথে দোলনের প্রেম। দীপঙ্কর দে এখন মাসে কমবেশি ১৫ দিন কাজ করেন। ‘ক্যানিং-এর মিনু’ ধারাবাহিকে আপতত দর্শক দেখছে তাঁকে। কিন্তু এদিকে একসাথে ‘আলোর ঠিকানা’ এবং ‘টুম্পা অটোওয়ালি’তে কাজ করছেন দোলন রায়। ফলে স্বাভাবিকভাবেই ভীষন ব্যস্ত তিনি। ঠিকমতো সংসারে সময় দিতে পারেন না। এই নিয়ে এবার অভিযোগ জানালেন দীপঙ্কর। 

তাঁর কথায়, “ও এত কাজে ব্যস্ত থাকে। আমার একা লাগে। খালি মনে হয় ও যদি থাকত, একটু সুখ-দুঃখের গল্প করতে পারতাম।” ৭৮ বছর বয়সেও কমবেশি অভিনয় করছেন দীপঙ্কর। অবসর নেবেন কবে? এই ব্যাপারে অভিনেতা জানান, “সারাদিন বাড়িতে বসে থেকে কী করব? আর যেভাবে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, সেই টাকাটা তো রোজগার করতে হবে।”

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39