পরিচালক পাভেল তাঁর ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল বহুদিন আগেই। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে।
‘বাবার নাম গান্ধীজি’ থেকে পথ চলা শুরু করে ‘রসগোল্লা ‘, ‘অসুর’ এর মতো ছবি করে দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন। পাভেলের একের পর এক ছবির কাজ এখন চলছে। এর মধ্যে ‘কলকাতা চলন্তিকা’ ও ‘মন খারাপ ছবির কথা এখন সকলের জানা। তবে খবর হল পরিচালনার পাশাপাশি এবার অভিনয়ের আসতে চলেছেন তিনি। চরিত্রের জন্য প্রায় ২৭ কেজি ওজন ঝড়িয়ে ফেলেছেন।
এই প্রসঙ্গ এ পাভেল জানান, ‘ এই চরিত্র গুলি লেখার সময় মনে হয় , এই চরিত্রটি আমি নিজে কোন,লেখার ভালো, তবে পর্দায় ভালো দেখাতে গেলে ওজনটা ঈমানো প্রয়োজন। সেই মত ডায়েট শুরু করি। খেলাধুলা আমি করতামই, ওটা বাড়িয়ে দিলাম। লকডাউনের সময় বাইরের খাবার খাওয়ার দরকার হয়নি, তাই কঠিন নিয়মে রেখেছিলাম। প্রায় ৭ মাস সময়ে ওজন কমাতে পেরেছি’ । তিনি আরও বলেন,
‘কলকাতা চলন্তিকা’ ছবিতে ছোট্ট একটা চরিত্র করলেও ‘মন খারাপ ‘ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন তিনি।
বহু নামী অভিনেতাদের পাশাপাশি অভিনয় করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন।
পরিচালক পাভেল নিজেকে অভিনয়ে কতো নম্বর দিতে চান, এই প্রশ্নের উত্তরে পাভেল জানান, তিনি কোনদিন নম্বর পছন্দ করেন না। তাঁর কাছে নম্বর মানে বক্স অফিস এ হাউস ফুল আর সকলের ভালোবাসা। এই ভালোবাসার জোরেই নতুন ভূমিকায় সাহস করে আশা।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় , কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো গুণীদের দেখেই অভিনয়ে প্রয়াস করেছেন। আশা করেন এবারও তিনি সকলকে পাশে পাবেন।
পাভেল এবার অভিনয়ে
Follow Us :