মুম্বই : ২০২৪ সালের দিওয়ালি বক্সঅফিসে(2024 Diwali Box Office) মুখোমুখি হতে চলেছে চার চারটি বিগ বাজেট বলিউড ফিল্ম।সম্প্রতি জানা গিয়েছে জুলাইতে শুরু হতে চলেছে সিংহম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি সিংহম এগেইন(Sigham Again)-এর শ্যুটিং।রোহিত শেট্টির(Rohit Shetty) পরিচালনায় এই ছবিতে অজয় দেবগণের(Ajay Devgn) সঙ্গে জুটি বাঁধছেন লেডি সিংহম দীপিকা পাডুকোন(Deepika Padukone)।শ্যুটিং শুরুর আগেই ছবির মুক্তি নিয়ে মিলেছে লেটেস্ট আপডেট।২০২৪সালের দিওয়ালিতে বড়পর্দায় আসছে অজয়-দীপিকার ছবি সিংহম এগেইন।কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে পরিচালক অনীশ বাজমির(Anees Bazmee) হরর কমেডি ফিল্ম ভুল ভুলাইয়া ৩(Bhool Bhulaiya 3)-র টিজার।ছবিতে রুহবাবার ভূমিকায় থাকছেন কার্তিক আরিয়ানই(Kartick Aaryan)।দেখা যাবে কিয়ারা আডবানিকেও(Kiara Advani)।আগামী বছর দিওয়ালিতেই মুক্তি পাবে ভুলভুলাইয়া ৩।
জোর জল্পনা শোনা গিয়েছে আরও একবার প্রেম(Prem) চরিত্রে ফিরতে চলেছেন ভাইজান(Bhaijan)।হ্যাঁ,ঠিকই ধরেছেন।প্রিয় অভিনেতা সলমন খানকে(Salman Khan) নিয়ে নতুন ছবি করতে চলেছেন পরিচালক সুরজ বরজাতিয়া(Sooraj Barjatya)।উঁচাই(Uunchai) মুক্তির পরই পরিচালক জানিয়েছিলেন ভাইজানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।শোনা যাচ্ছে, ছবির নাম হতে চলেছে প্রেম কি সাদি(Prem Ki Shaadi)।ছবির বাকি কাস্টিং কিংবা শ্যুটিং সংক্রান্ত তেমন কিছু জানা না গেলেও বলিপাড়ার গুঞ্জন ২০২৪এর দিওয়ালিতেই মুক্তি পাবে সুরজ বরজাতিয়া পরিচালিত সলমন খানের ছবি।
তবে আগামী বছর দিওয়ালিতে দর্শকের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ফারহাদ সামজির(Farhad Samji) পরিচালনায় হেরা ফেরি ৩(Hera Pheri 3)।ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার,সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালকে(Akshay Kumar,Sunil Shetty,Paresh Rawal)। ভিলেনের চরিত্রে থাকছেন সঞ্জুবাবাও(Sanjay Dutt)।
একদিকে সিংহম এগেইন ও ভুল ভুলাইয়া ৩, অন্যদিকে প্রেম কি সাদি ও হেরা ফেরি ৩।চারটি ছবি নিয়েই যে সিনেপ্রেমীদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।এবার কোন কোন ছবি বক্সঅফিসে বড় সাফল্য পায় সেটাই দেখার।