বক্সঅফিসে ঝড় তুলেছে অজয় দেবগণের ছবি দৃশ্যম ২।ছবির বক্সঅফিস সাফল্যের মাঝেই শুরু হয়ে গিয়েছে দৃশ্যম ৩ নিয়ে চর্চা।মালয়লম তারকা মোহনলাল অভিনীত এবং জিথু জোসেফ পরিচালিত দৃশ্যম ২-এর রিমেক অজয় দেবগণ পরিচালিত এই নতুন ছবি।হিন্দি দৃশ্যম ২ পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক পাঠক।ছবিতে অজয় দেবগণের সঙ্গে দেখা গিয়েছে তব্বু,শ্রিয়া সারণ,রজত কাপুর,অক্ষয় খান্না ছাড়াও আরও অনেককে।ইতিমধ্যেই দৃশ্যম ২এর বক্সঅফিস কালেকশন প্রায় দেড়শ কোটি ছুঁইছুই।এরই মধ্যে শোনা গেল নতুন জল্পনা।দৃশ্যম এর পর দৃশ্যম ২ মুক্তি পেতে লেগে গিয়েছে সাত বছর।মালয়লম দৃশ্যম-এর ক্ষেত্রেও ঘটেছে এই একই ঘটনা।কিন্তু ছবির তৃতীয় পর্ব মুক্তি দিতে বেশি দেরি করতে চান না নির্মাতারা।দৃশ্যম ৩ নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন দুই ইন্ডাস্ট্রির কলাকুশলীরা।
আরও পড়ুন – Ranveer Singh Starrer Cirkus Trailer Comming Soon : অপেক্ষায় ‘সার্কাস’-এর ট্রেলার
এখানেই কিন্তু শেষ নয়।মালায়লম ও বলিউড দৃশ্যম ৩ নিয়ে বড় পরিকল্পনা করেছেন নির্মাতারা।এবার দৃশ্যম ৩ নিয়ে মুখোমুখি অজয় দেবগণ ও মোহনলাল।শোনা যাচ্ছে, দুই সুপারস্টারের দৃশ্যম ৩ একই দিনে মুক্তি পেতে চলেছে।ছবির শ্যুটিং শুরু নিয়েও চলছে জোর জল্পনা।দৃশ্যম ৩ নিয়ে আর কি কি খবর প্রকাশ্যে আসে সেদিকেই নজর থাকবে আমাদের।
আরও পড়ুন – Drishyam 2 – Review : জমজমাট ‘দৃশ্যম ২’