Saturday, August 23, 2025
HomeScrollশুরু হল একেন বাবুর শুটিং

শুরু হল একেন বাবুর শুটিং

ওয়েব ডেস্ক: ওয়েব সিরিজের পর এবার পালা বড় পর্দায় একেন বাবুর আগমনের। আর এবার একেন বাবু পাড়ি দিচ্ছেন বেনারসে , সেখানকার রহস্য উন্মোচন করতে। বারানসিতে চলছে ‘ দি একেন : বেনারসে বিভাষিকার ‘ শুটিং। সোশ্যাল মিডিয়াতে এক গুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী ইশা সাহা.. চলুন দেখে নেওয়া যাক …

আরও পড়ুন: প্রেমিক দেবমাল্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছে মধুমিতা!

 

View this post on Instagram

 

A post shared by Ishaa Saha (@ishaasaha_official)

 

View this post on Instagram

 

A post shared by hoichoi studios (@hoichoistudios)

ডিটেকটিভ গল্পের তালিকায় জায়গা করে নিয়েছে একেন বাবু। ইতিমধ্যেই বিভিন্ন জায়গার রহস্য উন্মোচন করে এবার একেন বাবু পাড়ি দিতে চলেছেন বেনারসে। এতদিন হইচইতে একেন বাবুর ওয়েব সিরিজ দেখে এসেছি। তবে এবার বড় পর্দায় আসতে চলেছে অনির্বাণ চক্রবর্তী অভিনীত একেন বাবু। বারানসিতে চলছে ‘ দি একেন : বেনারসে বিভাষিকার ‘ শুটিং। এই সিনেমায় দেখা মিলবে অভিনেত্রী এশা সাহারও। গতকাল থেকে পুজো দিয়ে শুরু হল ছবির শুটিং। আর সেই ছবিই দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

দেখুন অন্য খবর

Read More

Latest News