skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদনহাত মেলালেন একতা-জয়ন্তীলাল

হাত মেলালেন একতা-জয়ন্তীলাল

Follow Us :

শাহিদ ভক্তদের জন্য ‘জার্সি’ নিয়ে মিলল দারুণ আপডেট।সদ্যই জানা গিয়েছে আগামী সপ্তাহেই সোশ্যাল সাইটে মুক্তি পেতে চলেছে শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’-র ট্রেলার। কবীর সিংয়ের দুর্দান্ত বক্সঅফিস সাফল্যের পর গত দুই বছরে মুক্তি পায়নি শাহিদ কাপুরের কোন ছবিই।২০২০তেই জার্সি মুক্তির কথা থাকলেও করোনা সংক্রমণ ও লকডাউনের জন্য সময়মতো ছবির শ্যুটিংই শেষ করে উঠতে পারেননি নির্মাতারা। নানি অভিনীত জাতীয় পুরস্কার জয়ী এই ছবির হিন্দি রিমেকে শাহিদের বিপরীতে থাকছেন মৃণাল ঠাকুর।চলতি বছরের শেষ দিনে বড়পর্দায় হইহই করে মুক্তি পাবে জার্সি।সদ্যই শাহিদ-মৃণাল অভিনীত এই স্পোর্টস ড্রামা নিয়ে মিলেছে দারুণ খবর। ভারতের পাশাপাশি বিদেশেও মুক্তি পাবে ‘জার্সি’।

ভারতে রেকর্ড সংখ্যক হলে ‘জার্সি’ দেখার সুযোগ মিলবে এমনটা আগাম জানাচ্ছেন নির্মাতারা।ছবির বড়পর্দায় প্রদর্শনী স্বত্বও বিক্রি হয়ে গিয়েছে।যৌথভাবে ‘জার্সি’র দেশের থিয়েট্রিক্যাল রাইটস কিনেছেন একতা কাপুর এবং জয়ন্তীলাল গাড়ার সংস্থা।ছবির প্রদর্শনী স্বত্ব দেশের অন্যতম সেরা দুই প্রযোজনা সংস্থার হাতে তুলে দিতে পেরে খুশি নির্মাতারা। আপাতত,’জার্সি’-র মুক্তির অপেক্ষায় দিন গুনছেন শাহিদের ভক্তরা।শোনা যাচ্ছে,ছবির ট্রেলারও নাকি হতে চলেছে ধুন্ধুমার।‘জার্সি’র ট্রেলার কতটা ধামাল মাচাল চলেছে সেটা তো আগামী সপ্তাহেই বোঝা যাবে।

RELATED ARTICLES

Most Popular