ওয়েব ডেস্ক: ফ্যাশন জগতে নিজের একচ্ছত্র আধিপত্য আবারও প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা(Bollywood Actress Esha Gupta)। প্যারিস কাউচার সপ্তাহে(Paris Couture Week) টনি ওয়ার্ডের ডিজাইন করা এক অসাধারণ সিলভার ব্লেজার-স্টাইলের পোশাকে তিনি মুগ্ধ করেছেন দর্শক ও সমালোচকদের। তার এই সাহসী এবং মার্জিত পোশাকটি মুহূর্তে কেড়ে নিয়েছে সবার নজর, ইনস্টাগ্রামেও হয়েছে ট্রেন্ডিং।
আরও পড়ুন:ইনফ্লুয়েন্সার থেকে পর্ণস্টার, কে এই ‘বেবিডল আর্চি’!
এশা গুপ্তা, যিনি বরাবরই তার ফ্যাশন স্টেটমেন্টের(Fashion Statement) জন্য পরিচিত, এবারও তার ব্যতিক্রম ঘটাননি। রাজকীয় গ্ল্যামার আর আধুনিক নারীশক্তির এক অনবদ্য মিশেলে তিনি হেঁটেছেন কাউচার সপ্তাহের রেড কার্পেটে। তার সর্বশেষ লুকটি ছিল স্বপ্ন আর বাস্তবতার এক অভূতপূর্ব সংমিশ্রণ।
টনি ওয়ার্ডের সিলভার ম্যাজিক:
এশার(Esha) পরিহিত টনি ওয়ার্ডের পোশাকটি(Tony Ward,Fashion designer)ছিল মসৃণ সিলভার ব্লেজার-স্টাইলের, যা তার শারীরিক গঠনকে সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছিল। ধারালো কাঁধ, আকর্ষণীয় নেকলাইন, লম্বা হাতা এবং কোমরের নিখুঁত সেলাই পোশাকটিকে দিয়েছিল এক অসাধারণ রূপ। তবে এর সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল হেমলাইনের নিচের প্যানেলটি। স্তরযুক্ত, পালকের মতো বিবরণ সহ এই প্যানেলটি সরাসরি কোনো ফ্যান্টাসি রানওয়ে থেকে উঠে আসা বলে মনে হচ্ছিল, যা পোশাকে যোগ করেছিল এক অন্য মাত্রা।
আত্মবিশ্বাস আর স্বদেশী ছোঁয়া:
পোশাকের সৌন্দর্য ছাড়াও, যা সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছে, তা হলো ক্যামেরার সামনে এশার মিষ্টি ‘নমস্তে'(Namaste) ভঙ্গি। আন্তর্জাতিক মঞ্চে দেশীয় সংস্কৃতির এই ছোঁয়া এশার স্বতন্ত্র পরিচয়েরই প্রতীক। তার লুক সম্পূর্ণ করতে তিনি পরেছিলেন স্ট্র্যাপি কালো হিল, হীরার কানের দুল এবং এক জোড়া কালো সানগ্লাস, ( Sexy, Plunging Neckline Dress )যা তাকে দিয়েছে এক ‘দিভা'(Diva) লুক।
নিরবচ্ছিন্ন গ্ল্যামার:
মেকআপে এশা বেছে নিয়েছিলেন ডিউই স্কিন, উজ্জ্বল চোখ এবং ন্যুড লিপস, যা তার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিল। কাঁধ পর্যন্ত মসৃণ বব হেয়ারস্টাইলটি তার পুরো লুককে এনেছিল এক আধুনিক, মার্জিত এবং সহজবোধ্য আবেদন।
এশা গুপ্তা কেবল প্যারিস কাউচার সপ্তাহে উপস্থিতই ছিলেন না, তিনি যেন এর মালিকানা নিয়েছিলেন। রেড কার্পেট হোক বা ফ্রন্ট রো-এর কোনো মুহূর্ত, তার আত্মবিশ্বাস এতটাই প্রবল যে এমনকি সবচেয়ে জটিল কাউচার পোশাকও তার অঙ্গে হয়ে ওঠে পরিধানযোগ্য। এশা জানেন কী তাকে মানায় এবং তিনি তা নিজের মতো করে পরেন। যদি কারো মনে করিয়ে দেওয়ার প্রয়োজন হয় যে এশা গুপ্তা ফ্যাশন জগতের এক আইকন, তাহলে এই ধাতব সিলভার পোশাকই তার প্রমাণ।
দেখুন অন্য খবর: