Sunday, August 3, 2025
Homeবিনোদননিজেদের লেখা শপথবাক্য পাঠ করে অভিনব কায়দায় বিয়ে সারলেন ফারহান-শিবানী

নিজেদের লেখা শপথবাক্য পাঠ করে অভিনব কায়দায় বিয়ে সারলেন ফারহান-শিবানী

Follow Us :

অভিনব কায়দায় ফারহান আখতার শিবানি দান্দেকার খান্ডালায় বিয়ে সারলেন। সকলের নজর রাখুন সেইদিকে। একেবারে বিগ ফ্যাট ওয়েডিং নয় বরঞ্চ ঘরোয়া কায়দায় আয়োজন করা হয়েছিল তাঁদের দুজনের বিয়ে। পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন এই বিয়ের আসরে। উপস্থিত ছিলেন সপরিবারে হৃত্বিক রোশন। সাদা পাঞ্জাবি আর গোলাপি জহর কোর্টে হ্যান্ডসাম হৃতিক নজর কেড়েছিলেন। শিবানীর বেস্ট ফ্রেন্ড রিয়া চক্রবর্তী ছিলেন অন্যতম মধ্যমণি। উপস্থিত সকলের সামনে শপথ নিয়ে নতুন জীবনের পথে পা বাড়ালেন ফরহান-শিবানী।সবচেয়ে আশ্চর্যের বিষয় এই শপথ বাক্যগুলি নিজেরাই লিখেছেন তাঁরা। বেশ অভিনব। ইসলামী এবং মারাঠি রীতিতে বিয়ে করলেন তাঁরা। মাথায় ছিল লাল ওড়না সঙ্গে লাল রঙ্গা মারমেড গাউন। এমনই অভিনব স্টাইলে দেখা গেল শিবানীকে। কালো রং টাক্সিডোতে ফারহান।

দম্পতির মেহেন্দি অনুষ্ঠানের সময়, শিবানীর বোন আনুশা দান্ডেকর এবং তার ঘনিষ্ঠ বন্ধু রিয়া চক্রবর্তীকে ‘মেহেন্দি লাগা কে রাখা’ গানের সুরে নাচতে দেখা গেছে। প্রসঙ্গত,বৃহস্পতিবার প্রাক-বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল এবং বেশ কয়েকজন সেলিব্রিটি তাঁদের মুম্বইয়ের বাসভবনে গিয়েছিলেন। আলো এবং ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছিল বাসভবন।ফারহান এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীকে বিয়ে করেছিলেন। তারপর তাদের বিবাহ বিচ্ছেদ হয়।তিনি ২০১৮ সালে শিবানী দান্ডেকরের সাথে ডেটিং শুরু করেছিলেন।

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39