ওয়েব ডেস্ক: আমির খানের(Amir Khan) ‘দঙ্গল'(Dangal) অভিনেত্রী ফাতিমা সানা শেখ(Fatima Sana Shaikh) আর একবার লিঙ্গ সমতা নিয়ে মুখ খুললেন। এই ছবিতে আমির খানের বিপরীতে কাজ করার পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এখনো তাকে আমিরের প্রাক্তন প্রেমিকা হিসেবেই দেখা হয়।
আরও পড়ুন:জনপ্রিয় পাঞ্জাবি গায়ক গিল মানুকের পিস্তল তাক করে জিমে তাণ্ডব,ভাইরাল সিসিটিভি ফুটেজ !
প্রসঙ্গত, লিঙ্গসমতা(Gender equality) নিয়ে এর আগে বেশ কয়েকবার মুখ খুলেছেন ফাতিমা। এবার তিনি জানিয়েছেন শুধু নারীরাই নন পুরুষরাও অনেক সময় পুরুষতন্ত্রের শিকার হয়ে থাকেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘মেট্রো ইন দিনো'(Metro in Dino) ছবিতে ফাতিমাকে বড় পর্দায় দেখা গেছে। সাম্প্রতিক ‘আপ য্যাইসা কোই’ (‘Aap Jaisa Koi’) ছবিতে ফাতিমাকে একজন প্রগতিশীল বাঙালি নারী(Progressive Bengali Lady) চরিত্রে দেখা গেছে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন আর মাধবন(R Madhavan)। ছবির গল্পকে কেন্দ্র করে পুরুষতান্ত্রিক মানসিকতা প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন,’বিষাক্ত সম্পর্কে পুরুষরাও থাকেন; কিন্তু অদ্ভুত বিষয় হলো কোন বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে নিজেদের কথা তারা যদি জানায় তবে তা নিয়ে হাসাহাসি করা হয়। তার একমাত্র কারণ পুরুষতন্ত্রই শিখিয়ে দিয়েছে পুরুষদের কাঁদতে নেই।
তিনি আরো বলেন, পুরুষ হয়ে ওঠার দরকার নেই আমি নিজের নারীসত্ত্বা বজায় রেখে দুজনের সম্পর্কে সমতা বজায় রাখাটাই জরুরী। কারণ নিজেদের বৈশিষ্ট্যগুলোর জন্যই আমরা পরস্পরকে ভালোবাসি। তাই প্রথমে পরস্পরকে সম্মান করাটা খুব জরুরী। হাতিমার মতে সম্পর্কের সমতা প্রতিষ্ঠা করার জন্য বোঝাপড়াটা অত্যন্ত জরুরী।
পুরুষতন্ত্র নিয়ে ভিন্ন মতামত মাঝে মাঝে উঠে আসে। যেমন পুরুষ তন্ত্র নাকি পুরুষদেরই বন্দি করে ফেলেছে। পুরুষতন্ত্রের পুরুষরাই নাকি সবচেয়ে বড় ভিক্টিম। বিবিসি একটি গবেষণামূলক রিপোর্ট-এ উল্লেখ করা হয়েছে যে নারীরা দুর্ভিক্ষ মহামারী এবং দাসত্বের মধ্যে পুরুষের তুলনায় বেশি টিকে থাকে।
দেখুন অন্য খবর: