‘পুষ্পা’ খ্যাত দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন জনৈক সমাজকর্মীর। কোথা উপেন্দ্র রেড্ডি নামে ওই সমাজকর্মী প্রতারণামূলক ও ভুল তথ্য প্রচারের অভিযোগে হায়দ্রাবাদের এয়ারপোর্ট থানায় আল্লুর বিরুদ্ধে এই অভিযোগ করেন। সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় ইংরেজি ম্যাগাজিন জানিয়েছে, শ্রীচৈতন্য এডুকেশনাল ইনস্টিটিউশন একটি বিজ্ঞাপনে আল্লু অর্জুন কে দেখা গিয়েছে। সংশ্লিষ্ট এই বিজ্ঞাপনে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। বিভ্রান্তিমূলক এই বিজ্ঞাপনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য এয়ারপোর্ট থানায় অভিযোগ করেছেন ওই সমাজকর্মী। সংশ্লিষ্ট ওই শিক্ষাপ্রতিষ্ঠান এবং আল্লু অর্জুন এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ইতিপূর্বে একটি ফুড ডেলিভারি অ্যাপ এবং বাইক অ্যাপেল প্রচার করে যথেষ্ট সমালোচনার মুখে পড়েছিলেন দক্ষিণী জনপ্রিয় এই অভিনেতা। গত ডিসেম্বরের শেষের দিকে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবিটি মুক্তির পর বক্সঅফিসে বাজিমাত করেছে। দর্শক-সমালোচকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে এই ছবি। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন ছবির নায়ক আল্লু অর্জুন। এই ছবির প্রথম পার্ট ব্যবসায়িকভাবে সফল হওয়ায় ইতিমধ্যে দ্বিতীয় পার্ট নির্মাণের আয়োজন চলছে। আল্লু আর্জুনকে নিয়ে তাঁর ভক্তদের আলোচনার শেষ নেই। সূত্রের খবর আল্লু অর্জুন ইতিমধ্যেই তার পারিশ্রমিক বাড়িয়ে ১০০ কোটি টাকা করে দিয়েছেন।
Html code here! Replace this with any non empty text and that's it.