পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত আমাদের মধ্যে না থাকলেও তাঁর সৃষ্টির মাধ্যম দিয়ে দর্শকদের মনে থেকে গেছেন। তাঁর পরিচালিত ও প্রযোজিত শেষ ছবি ‘উড়ে জাহাজ’ । পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর স্ত্রী সোহিনী দাশগুপ্ত জানালেন, পরিচালক ,কবি বুদ্ধদেব দাশগুপ্তকে নিয়ে এই প্রথম বুদ্ধদেব দাশগুপ্ত মেমোরিয়াল লেকচার আয়োজন করা হয়েছে আগামী ১১ফেব্রুয়ারি নন্দন ২ প্রেক্ষাগৃহে। পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত স্মরণে এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত থাকবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুদ্ধদেব দাশগুপ্ত মেমোরিয়াল লেকচার দেবেন পরিচালক অভিনেতা অশোক বিশ্বনাথন।
বুদ্ধদেব দাশগুপ্তর লেখা কবিতা পাঠ করবেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর ব্যাক্তিগত জীবন ও কাজের উপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হবে। নাম ‘ মায়েস্ট্রো: অ্য পোট্রেট অফ বুদ্ধদেব দাশগুপ্ত ‘। এটি পরিচালনা করেছেন সুপ্রিয় সূরি।
সোহিনী আরও জানান তাঁর চলে যাবার পরেও যাতে তাঁর করা কাজ সংরক্ষিত থাকে সেই দিকেই নজর দিচ্ছেন। বুদ্ধদেব দাশগুপ্ত র জীবিত অবস্থাতেই হেরিটেজ ফাউন্ডেশন এর তরফ থেকে তাঁর ছবি ও নানা কাজের সংরক্ষণ করা হয়েছিল। তবে এর পরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো সংরক্ষণ করার পরিকল্পনা করছেন তিনি।
প্রসঙ্গত বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বেয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর করা কাজ ও কবিতা নিয়েই আলোচনা হবে বুদ্ধদেব দাশগুপ্ত মেমোরিয়াল লেকচারে।