কলকাতা : কাবেরী অন্তর্ধান(Kaberi Antardhan)-এর পর এবার বড়পর্দায় আসছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের(Koushik Ganguly) নতুন ছবি অর্ধাঙ্গিনী(Ardhangini)।সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার(First Look Poster)।কৌশিকের আরও অনেক ছবির মতো নতুন ছবিতেও মু্খ্যভূমিকায় অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়(Churni Ganguly)। গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়বেন অভিনেত্রী জয়া আহসান(Jaya Ahasan)।বিসর্জন ও বিজয়ার(Bisorjon & Bijoya) পর আরও একবার কৌশিকের পরিচালনায় অর্ধাঙ্গিনী-তে কাজ করেছেন ওপার বাংলার নায়িকা।পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন,অম্বরীশ ভট্টাচার্য(Koushik Sen,Ambarish Bhattacharya) ছাড়াও আরও অনেকেই।অর্ধাঙ্গিনী-র গানে শোনা যাবে অনুপম রায়ের(Anupam Roy) সুর।আগামী ২ জুন সিনেমাহলে মুক্তি পাবে অর্ধাঙ্গিনী।কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসবে ছবির ট্রেলার(Trailer)।
গত জানুয়ারিতে মুক্তি পেয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি কাবেরী অন্তর্ধান।কিন্তু বড়পর্দায় পাঠান-এর দাপটে বক্সঅফিসে বড় সাফল্য পেতে ব্যর্থ হয়েছে প্রসেনজিৎ-শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত এই ভিন্নঘরানার থ্রিলার ফিল্ম।ছবিতে অভিনয় করেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়,কৌশিক সেন,অম্বরীশ ভট্টাচার্য সহ টলিপাড়ার বহু তারকা।কাবেরী অন্তর্ধান-এর ব্যর্থতা ভুলে ফের নতুন ছবি নিয়ে ময়দানে জ্যেষ্ঠপুত্র-এর পরিচালক। প্রায় একই কাস্টিং নিয়ে নতুন অর্ধাঙ্গিনী নির্মাণ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
কেরিয়ারের শুরুর দিন থেকেই নিজেদের কাজ নিয়ে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছেন কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায়।কৌশিকের অধিকাংশ ছবিতেই মুখ্য অভিনেত্রী হিসেবে দেখা গিয়েছে তার স্ত্রীকে।আবার চূর্ণীর পরিচালনাতেও অভিনয় করেছেন কৌশিক।এমনকি শেষ ছবি কাবেরী অন্তর্ধান-এও একটি রহস্যময় চরিত্রে নজর কেড়েছেন কৌশিকপত্নী।অর্ধাঙ্গিনীতেও যে মুখ্যভূমিকায় থাকছেন চূর্ণী তা পোস্টারেই স্পষ্ট হয়ে গিয়েছে।পাশাপাশি ছবিতে দেখা যাবে জয়া আহেসানকে।বিসর্জন ও বিজয়া-র পর ফের কৌশিকের পরিচালনায় অভিনয় করছেন জয়া।সদ্যই মুক্তি পেয়েছে অর্ধাঙ্গিনী-র ফার্স্টলুক পোস্টার।কিছুদিনের মধ্যেই আসবে ছবির ট্রেলার।
View this post on Instagram