ফুডকাকে চেনে না এমন খাদ্য রসিক বাঙালি নেই বললেই চলে।কলকাতা মানেই খাওয়াদাওয়া ।কলকাতার ফুড ব্লগে পরিচিত মুখ ফুডকা। কলকাতার স্ট্রিট ফুড থেকে শুরু করে নামি রেস্তঁরার খাবার শুধু দেখান না, সঙ্গে সেই খাবারের ইতিহাস নিয়ে দর্শকদের নানা তথ্য তুলে ধরেন । মজার ছলে খাবারের ইতিহাস শুধু নয় সঙ্গে থাকে সেই সব হারিয়ে যাওয়া খাবারের রেসিপিও দর্শকের সামনে তুলে ধরেণ এই ফুডকা।ফুডকা নামে পরিচিত হলেও তাঁর নাম ইন্দ্রজিৎ লাহিড়ী।
এবার ফুডকাকে দেখা যাবে অন্য অবতারে। পরিচালক প্রিয়ম চন্দর স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘ইন দ্য এন্ড ‘ ছবিতে অভিনয় করেছেন ফুডকা ওরফে ইন্দ্রজিৎ লাহিড়ী। বাবা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গল্প বুনেছেন পরিচালক প্রিয়ম। ইন্দ্রজিৎ লাহিড়ীকে এই ছবিতে বাবার চরিত্রে দেখা যাচ্ছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আধুনিক সমাজে বাবা ও মেয়ের দৃষ্টিতে পরিবার ও সম্পর্ককে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই ছবিটি ইউটিউবে মুক্তি পেয়েছে।
দর্শকরা এতোদিন ফুডকার খাবার নিয়ে নানা বিশেষজ্ঞ মতামত দেখেছেন। এবার তাঁর অভিনয় দেখতে পাবে দর্শক। মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অস্মিতা ভাদুরি।গল্প ও চিত্রনাট্য লিখেছেন সুশোভন দাশগুপ্ত।