দীর্ঘ প্রতীক্ষার অবসান! চলতি বছরের শেষেই শুরু হতে চলেছে ভোলি পঞ্জাবন আর তার চার সঙ্গীর নতুন অ্যাডভেঞ্চার। এই বছরের শেষেই শুরু হবে ‘ফুকরে ৩’-এর শ্যুটিং। সদ্যই এমনটা কনফার্ম করলেন ছবির পরিচালক মৃগদীপ লাম্বা।
গত বছর সেপ্টেম্বরে ‘ফুকরে ৩-এর স্ক্রিপ্ট রিডিং সেশন শুরু হয়েছিল। এপ্রিল নাগাদ শ্যুটিং শুরুর প্ল্যান করেছিলেন পরিচালক।তবে বিধি বাম! মহামারীর জন্যই শুরু হতে পারেনি ‘ফুকরে ৩’-এর শ্যুটিং। লকডাউনে দীর্ঘ দিন বন্ধ ছিল শ্যুটিং পর্ব। অতঃপর বছর শেষে সেটে যাওয়ার জন্য একেবারে রেডি ‘ফুকরে ৩’। পরিচালক বলছেন মহামারীর কালে মানুষ মানসিক, শারীরিক, অর্থনৈতিক সব রকম ভাবেই ভীষণ বিপর্যস্ত। ছবি ফ্লোরে যাওয়ার আগে কলাকুশলীদেরও শারীরিক ও মানসিক ভাবে নিজেকে সুরক্ষিত ভাবাটা দরকার, সেই দিকেই এখন নজর দিচ্ছেন মৃগদীপ।
প্রত্যেকদিনই মহামারীর নতুন নতুন আতঙ্ক তাড়া করে বেরাচ্ছে। এমন পরিস্থিতিতে ছবির শ্যুটিং শুরু করার পরই তা বন্ধ হয়ে যাওয়ার রিস্ক নিতে নারাজ পরিচালক।তাই ধীরেসুস্থেই শ্যুটিং শুরু করার প্ল্যান রয়েছে তাঁর।
মহামারীর কালে বিনোদনের সংজ্ঞাটাই বদলে গেছে। তা সত্ত্বেও ‘ফুকরে ৩’-এর ওটিটি রিলিজ নিয়ে এখনও কিছু ভাবছে প্রযোজক সংস্থা। পরিচালকের মতে, ফুকরে ফ্রাঞ্চাইজি তাঁর কাছে ফিক্সড্ ডিপোজিটের মতো! সেখানে তাঁর একমাত্র চাহিদা ‘ফুকরে ৩’ বড়পর্দাতেই রিলিজ করুক। আর দর্শকরা অন্যান্যবারের মতো এবারও হলে গিয়েই জমিয়ে দেখে আসুন ছবি।