ভক্তরা তাঁর এই রূপ দেখে অবাক। গান্ধীজীর সবরমতী আশ্রম ঘুরে দেখছেন আবেগাপ্লুত বলিউড ভাইজান। শুধু তাই নয় ডেনিম জিন্স আর টি-শার্ট পড়ে মাটিতে বসে গান্ধীজীর মত চরকায় সুতো কাটলেন তিনি। ভাইজানের এমন রূপ দেখে উপস্থিত দর্শকরা তো অবাক আর নেটিজেনরা হতবাক। সালমান নাকি প্রথমবারই চরকায় একটা সুতো বুনে ফেলেছেন। যেটা নাকি বেশ কঠিন কাজ। খুব সূচালো ভাবে অভিনেতা এই কাজটি সবার সামনে করে দেখিয়েছেন। আশ্রমের তরফে ভাইজানকে সরকার একটি মুহূর্ত উপহার দেয়া হয়েছে। প্রিয় অভিনেতাকে দেখার জন্য সবরমতী আশ্রম এর বাইরে মানুষের ঢল নেমেছিল। গান্ধীজীর আশ্রমের গেস্ট নোটবুক নিজের বার্তা লিখেছেন সলমন। অতি মারির কারণে দর্শকরা যেভাবে হলবিমুখ হয়ে গিয়েছেন তাঁদেরকে আবার অন্তিম: দ্যা ফাইনাল ট্রুথ’ ছবির মাধ্যমে যাতে আবার হলমুখি করা যায় সেজন্যই তিনি গান্ধীজীর শরণাপন্ন হয়েছেন। ইতিমধ্যেই সলমনের এই ছবি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে। প্রথম তিন দিনেই প্রায় কুড়ি কোটি টাকা আয় করেছে। তাই অনেকেরই ধারণা বক্স-অফিসে সাফল্য ধরে রাখতেই সলমনের সবরমতী আশ্রম যাত্রা এবং চরকায় সুতো কাটা। হঠাৎই সলমন পৌঁছে যান গুজরাটের সবরমতী আশ্রমে। প্রথমেই ঘুরে দেখেন ‘হৃদয় কুঞ্জ’। সোশ্যাল মিডিয়ায় সলমনের এই সমস্ত ছবি দেখে নেটিজেনরা হতবাক হলেও মনে মনে বেশ খুশি হয়েছেন।
Html code here! Replace this with any non empty text and that's it.