অবশেষে মুক্তি পেল সঞ্জয় লীলা বানশালির ছবি ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-র ট্রেলার।আর সেই ট্রেলার জুড়ে রইলেন একজনই, তিনি ‘গঙ্গুবাই’ আলিয়া ভাট।কুখ্যাত যৌনপল্লী কামাঠিপুরার সামান্য যৌনকর্মী গঙ্গুবাই।একটু একটু করে কি ভাবে তিনি হয়ে উঠলেন কামাঠিপুরার লেডি গ্যাংস্টার এবং এলাকার শেষ কথা, সেই নিয়েই তৈরি হয়েছে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’।ছবিতে দুর্দান্ত একটি চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে। আলাদা করে নজর কেড়েছেন কামাঠিপুরার রাজিয়া বাই ওরফে বিজয় রাজ।শুক্রবার যে আসছে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-র ট্রেলার তা কয়েকদিন আগেই জানিয়েছিলেন পরিচালক ও শিল্পীরা।ট্রেলার যে সিনেপ্রেমীদের দারুণ পছন্দ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।চলতি মাসের ২৫তারিখ মুক্তি পাবে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’।
Html code here! Replace this with any non empty text and that's it.