তামিল চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের ছবি দীপাবলি উপলক্ষে প্রায় দুহাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। জানা যাচ্ছে প্রথম দিনেই দর্শকদের মধ্যে ছবিটি ভালো সাড়া ফেলেছে। রাজনীকান্ত ধামাকা তামিলনাড়ুর বক্স অফিসে প্রথম দিনে প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা করেছে। এছাড়া যুক্তরাজ্য ইউরোপীয় দেশগুলোতে ভারতের প্রথম শহর থেকে আয় হয়েছে প্রায় ১১.২৫ কোটি টাকা। এছাড়া তেলেগু ভাষাতেও ছবিটি মুক্তি পেয়েছে। সেখানেও নাকি কিংবদন্তি অভিনেতা বাজিমাত করেছেন। এই ছবির গল্পে রাজনীকান্ত একটি গ্রামের প্রভাবশালী ব্যক্তি। তার জীবনের সবকিছুই তাঁর বোন মীনাক্ষী কে কেন্দ্র করে। বোনের বিয়ের পর স্বামীর সঙ্গে কলকাতা গেলে শুরু হয় নানান বিপত্তি। বোনের সাহায্যে এগিয়ে আসেন রাজনীকান্ত। এভাবেই ছবির গল্প এগিয়ে চলে। প্রসঙ্গত,রজনীকান্ত এ ছবির শুটিং এ কলকাতায় এসেছিলেন। ছবিটির গল্প এবং পরিচালনা করেছেন শিবা। রাজনীকান্ত ছাড়াও অন্যান্য কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ ও নয়নতারা।
Html code here! Replace this with any non empty text and that's it.