গুড্ডি ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেতা রণজয় বিষ্ণু, এই খবর ইতিমধ্যেই জেনে গেছে সকলে । সিরিয়ালে পুলিশ অফিসার অনুজ চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এইদিকে ‘ধ্রুবতারা’ সিরিয়ালের পর কিছুদিনের গ্যাপ নিয়ে আবার ফিরে আসছেন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ অভিনেত্রী শ্যামাপ্তি মুদলে। সিরিয়ালে তিনি নাম ভূমিকায় অর্থাৎ গুড্ডির চরিত্রে অভিনয় করছেন।
অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা বসাক অভিনয় করছেন দিদিয়ার চরিত্রে। এই গুড্ডি সিরিয়ালে দেখা যাবে অনেক নতুন পুরনো অভিনেতা অভিনেত্রীকে। যাঁদের মধ্যে রয়েছেন বিদিশা চক্রবর্তী, চন্দন সেন, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।
পাহাড়ের বাসিন্দা এক মেয়ের পুলিশ অফিসার হয়ে ওঠার স্বপ্ন কীভাবে পূর্ণ হবে, এই গল্প নিয়েই শুরু হচ্ছে নতুন সিরিয়াল গুড্ডি।এই কারণেই ঠান্ডার মধ্যেই পাহাড়ে শ্যুটিংয়ের কাজ হয়েছে। বহু ধারাবাহিকে দেখা যায় গল্পের হাওয়া বদল করতে ধারাবাহিকের শ্যুটিংয়ের কাজ হয় পাহাড়ে বা সমুদ্রের ধারে তবে গুড্ডি ধারাবাহিকের গল্পই চাইছে বেশিরভাগ শ্যুটিং হবে পাহাড়ে।
ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ধারাবাহিকের ট্রেলার। সেখানে দেখা গিয়েছে পাহাড়ের কোলে বেড়ে ওঠা গুড্ডি নামের এক মেয়ের ইচ্ছা সে খাকি উর্দি গায়ে পরে সমজের সেবা করবে। আর তার এই জীবনে তার শিক্ষিকার ভূমিকা অনেক বেশি। সে চায় তার দিদিয়া শিরিন ও সাহসী পুলিশ অফিসার অনুজ চট্টোপাধ্যায়ের বিয়ে হোক। কিন্তু ভাগ্যের কী খেলা থাকবে এই কাহিনীতে। গুড্ডি কি পাড়বে নিজের স্বপ্ন পূরণ করতে, সেই নিয়েই শুরু হবে নতুন সিরিয়াল ‘গুড্ডি’।