‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবিতে পরিচালক হনসল মেহতার সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা কার্তিক আরিয়ান।গত বছরই প্রকাশ্যে এসেছিল ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র ফার্স্টলুক পোস্টার।আর সেই পোস্টারেই রীতিমতো নজর কেড়েছিলেন ‘লুকাছুপি’-র অভিনেতা।ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর থেকেই ছবির জন্য অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা।বলিপাড়া সূত্রে সদ্যই মিলেছে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ নিয়ে লেটেস্ট আপডেট।খবর মিলছে,ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরুর প্রস্তুতি শুরু করে দিয়েছেন পরিচালক হনসল মেহতা।‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র রেইকির জন্য তিনি বিদেশে রয়েছেন ছবির অন্যতম প্রযোজক হরমন বাওয়েজার সঙ্গে।ছবিতে কে কে অভিনয় করবেন কিংবা কোথায় কোথায় ছবির শ্যুটিং হবে এখনই সেই কথা জানাতে নারাজ নির্মাতারা।জানা যাচ্ছে,কিছুদিনের মধ্যেই পাকাপাকি ভাবে শুরু হবে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র শ্যুটিং।তার আগেই সবকিছু খোলসা করা হবে।‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ যে চলতি বছরের অন্যতম সেরা ছবি হতে চলেছে সেকথা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
Html code here! Replace this with any non empty text and that's it.