জনপ্রিয় দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয় অভিনীত ‘বিস্ট’ ছবি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। বহুল প্রতীক্ষিত এই ছবি আগামীকাল অর্থাৎ ১৩ এপ্রিল মুক্তি পেতে চলেছে। এই ছবি মুক্তির উপলক্ষে বেশ কয়েকটি অফিস এবং প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে। তামিলনাড়ুর তিরুপুরে অবস্থিত একটি প্রতিষ্ঠান তাদের অফিশিয়াল নোটিশ জানিয়েছে, বেস্ট ছবিটি প্রথম দিনে দেখার জন্য তাদের বেশিরভাগ কর্মী ছুটির আবেদন করেছিলেন। তাই এর সমাধান হিসেবে এই দিন অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে প্রতিষ্ঠানটি অ্যান্টি-পাইরেসি সমর্থন করে। আর সেই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটির বিদেশি কর্মীদের জন্য বিনা মূল্যে টিকিট উপহার দেওয়া হয়েছে। সিনেমা দেখার জন্য কোন প্রতিষ্ঠানের ছুটির ঘটনা দক্ষিণ ভারতে এটিই প্রথম নয়। এর আগে সুপারস্টার রজনীকান্তের ‘কাবালি’ ও ‘কালা’ ছবি মুক্তির সময় বেশ কিছু প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছিল।তামিল ভাষার অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবিতে থালাপতি বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।
Html code here! Replace this with any non empty text and that's it.