প্রাক্তন মডেল, লেখিকা নব্য নাভেলি নন্দার নাম বলিউডে কতটা পরিচিত! সে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু তিনি বলিউড পরিবারের খুব কাছের একজন, সেটা কি জানেন! তার পুরো নাম নব্য নাভেলি বচ্চন নন্দা। ঠিকই ধরেছেন। তিনি ‘শাহেনশা’ পরিবারের মেয়ে। তিনি আর কেউ নন, অমিতাভ বচ্চনের নাতনি। তাঁর মায়ের নাম শ্বেতা নন্দা।
বলিউডে এখন নব্য তারকাদের প্রেমের জোয়ার চলছে। রুপালি পর্দার প্রেম এখন বাস্তবের আঙিনায় উঠে এসেছে। রুপালি পর্দার না হলেও এখন গুঞ্জন শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চনের একমাত্র নাতনি নাভেলি নাকি অভিনেতা জাভেদ জাফরির পুত্র সুপুরুষ মিজান জাফরির সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন। বিভিন্ন জায়গায় তাঁদেরকে একসঙ্গে দেখা যাচ্ছে। আর তাতেই এই গুঞ্জন আরও বেশি চাউর হচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অবশ্য মিজান এই ‘প্রেমের গুঞ্জন’ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘নব্যর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অনেকদিন থেকেই আমাকে নানান প্রশ্ন করা হচ্ছে। তবে বিশ্বাস করুন, আমরা শুধু ভালো বন্ধু। সব ব্যাপারে আমাদের সম্পর্ক নিয়ে কথা উঠলে আমি একটু বিব্রত বোধ করি। তা ছাড়া নব্যরও একটা ব্যক্তিগত জীবন আছে। আমার সঙ্গে তার বা তার পরিবারের কারও নাম জড়াক, এটা আমি চাই না’।
আরও পড়ুন: পুলিশের শরীরী ভাষা রপ্ত করছেন প্রিয়াঙ্কা
মিজান বলেন, এ ব্যাপারে তাঁকেও তাঁর মা-বাবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে অমিতাভের বাড়িতে আলোচনা হয়েছে বলে তিনি জানান। সেই কারণে নব্যর সঙ্গে দেখা করতে অমিতাভের বাড়িতে যেতেও মিজান বিব্রতবোধ করেন।
জাভেদ জাফরির ছেলের কথায়, ‘নিজের বাড়িতে ঢুকলে বাবা-মা অদ্ভুত ভাবে আমার দিকে তাকায়। এমনকি অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’য় পার্টিতে গেলে আমার দিকে ইন্ডাস্ট্রির অন্যান্য লোকজন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এটা আমাকে খুবই বিব্রত করে।’ নাভেলি অবশ্য তাঁদের সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি।নব্য নাভেলি নন্দা বলিউডে নাম না লেখালেও মিজানকে কিন্তু ইতিমধ্যেই বলিউডের রুপালি পর্দায় ভেসে উঠেছেন।। ২০১৮ সালে ‘মালাল’ ছবিতে অভিষেকের পর মিজানের পরবর্তী ছবি ‘হাঙ্গামা টু’ আসতে চলেছে।
এখন দেখার, সুপুরুষ চেহারার অভিনেতা মিজানের সঙ্গে অমিতাভ-নাতনির প্রেম কতটা সত্যি! একমাত্র সময়ই তার উত্তর দেবে।