Wednesday, August 27, 2025
HomeScrollস্মৃতিচারণে ঋত্বিক

স্মৃতিচারণে ঋত্বিক

ওয়েব ডেস্ক: ২৫ বছর পর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেল বলি পাড়ার আইকনিক ছবি ‘ কাহো না পেয়ার হ্যায় ‘ । প্রথমবার বাবা রাকেশ রোশানের হাত ধরে পর্দায় আত্মপ্রকাশ করেন ঋত্বিক সঙ্গে আমিশা। আর এবার ২৫ বছর পর পর্দায় আইকনিক এই সিনেমা রি – রিলিজ হওয়ায় পুরোনো দিনের কথায় ফিরে গেলেন ঋত্বিক। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন পুরোনো দিনের একগুচ্ছ ছবি। পুরনো দিনের সেই ছবিতে কি আছে? দেখুন 

 

View this post on Instagram

 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

আরও পড়ুন: শীতের দুপুরে আরাম খুঁজছেন সোহিনী

২০০০ সালের ১৪ ই জানুয়ারি রুপালি পর্দায় একসাথে আত্মপ্রকাশ করেন  ঋত্বিক – আমিশা  ‘ কাহো না পেয়ার হ্যায় ‘ সিনেমার মধ্যে দিয়ে। বক্স অফিস হিট হয় এই ছবি। ১০ ই জানুয়ারি ছিল ঋত্বিক রোশনের জন্মদিন ছিল, আর সেদিনই ঘোষণা করা হয় ২৫ বছর পর আবারও বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।  আর এবার সেই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন ঋত্বিক। ফেসবুকে পোস্ট করলেন একাধিক ছবি। ছবি পোস্ট করে তিনি লিখলেন, ‘ ২৭ বছর আগে আমার নোট। যখন আমি আমার প্রথম ছবি, ‘কহো না পেয়ার হ্যায়’-এর জন্য অভিনেতা হিসেবে প্রস্তুতি নিতে শুরু করি। আমার মনে পড়ে, আমি কতটা নার্ভাস ছিলাম। আমি এখনও সিনেমা শুরু করার সময়তেই আছি। আমি এগুলি প্রথমে ভাগ করে নিতে বিব্রত হলেও, ইন্ডাস্ট্রিতে ২৫ বছর থাকার পরেও আমি মনে করি আমি আবারও নতুন ভাবে ‘ কাহো না পেয়ার হ্যায় ‘ পরিচালনা করতে পারি। তাহলে এখন পর্যন্ত, কী পরিবর্তন হয়েছে? আমি এই পৃষ্ঠাগুলি দেখি এবং বুঝতে পারি-একেবারে কিছুই না। ভালো জিনিস? খারাপ জিনিস? ঠিক এই রকমই যেন হয়। জীবনে চলার পথে এখনও অনেক পথ বাকি।’ আর এই কথা বলে ঋত্বিক সিনেমা প্রিপেরেশনের পুরনো কিছু ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News