কোনরকম রাখঢাক না করে ফেসবুকে সরাসরি পোস্ট করে জানিয়েছেন এক বাঙ্গালি চিত্রপরিচালক যে তিনি আর সংসার চালাতে পারছেন না। এ চিত্র পরিচালকের নাম প্রেমাংশু রায়। তার ২৭ বছরের বাংলা নাটকের অভিজ্ঞতা যেমন আছে তেমনি চার-চারটি বাংলা ছবি পরিচালনাও করেছেন তিনি। সেসব ছবিতে কখনো ঋত্বিক চক্রবর্তী কিংবা লাহুল বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখা গেছে তেমনি দেখা গেছে ধৃতিমান চট্টোপাধ্যায় মতো প্রতিভাবান বর্ষীয়ান অভিনেতাকেও। কিন্তু বেশ কিছুদিন ধরে প্রেমাংশুর হাতে সত্যি কোন কাজ নেই। তাই ফেসবুকে তিনি কাতর আর্জি জানিয়েছেন,’নাটকে কাজ করে সংসার চলছে না। তাই কাজের দরকার’। প্রেমাংশু তার পোস্টে আরো লিখেছেন, ‘আমি বাংলা সিরিয়াল লিখতে ও অভিনয় করতে ভীষণভাবে ইচ্ছুক। আমার ২৭ বছরের নাট্য পিক কথা ও চারটি বাংলা ছবি পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন আর্থিকভাবে ভীষণ উপকৃত হই’। প্রসঙ্গত, পরিচালক প্রেমাংশু ২০১৭ সালে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘চিলেকোঠা’র পর কার্যত কর্মহীন। পরিচালক প্রেমাংশুর এই ফেসবুক পোস্ট দেখে কাজের ব্যাপারে কয়েকটি ফোন ইতিমধ্যেই তিনি পেয়েছেন। মা নিয়ে তিনি বেশ আশাবাদী। প্রসঙ্গত, এই পরিচালকের বিরুদ্ধে উঠতি এক অভিনেত্রীর যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন সেসময়। যা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। অবশ্য প্রেমাংশু স্বীকার করতে চান না যে তিনি সেই কারণেই ইন্ডাস্ট্রিতে আর কাজ পাচ্ছেন না।
Html code here! Replace this with any non empty text and that's it.