মেগাস্টার চিরঞ্জীবীর আগামী ছবি ‘মেগা ১৫৪’ তে অভিনয় করতে যাচ্ছেন আরেক জনপ্রিয় অভিনেতা রবি তেজা। এই ছবিতে তাঁকে অতিথি চরিত্রে দেখা যাবে। এই ছবিতে তার ক্যামিও চরিত্রের পারিশ্রমিক নিয়ে যথেষ্ট আলোড়ন পড়ে গেছে। কারণ ক্যামিও চরিত্রে এত মোটা অঙ্কের পারিশ্রমিক কেউ নিয়েছেন বলে মনে করতে পারছেন না অনেকে। এ ছবিতে অতিথি চরিত্রের জন্য রবি তেজা কয়েক দিন শুটিং করবেন। আর সেই জন্য তিনি ২০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। দক্ষিণী ছবিতে সাধারণত তিনি প্রধান চরিত্রে অভিনয় করলে ২০ থেকে ২৫ কোটি টাকা নিয়ে থাকেন। সেখানে একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্যই তিনি দেখেছেন ২০ কোটি টাকা। যা শুনে ইন্ডাস্ট্রিতে অনেকেরই চোখ কপালে উঠেছে। তবে দক্ষিণী ছবিতে ছোট চরিত্রে অভিনয় করে পারিশ্রমিকের বহর যে যথেষ্ট বেড়েছে তা বলাই বাহুল্য। যেমন আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা..’ ছবিতে একটি তিন মিনিটের আইটেম গানের সঙ্গে নেচে জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি টাকা। করোনাকালে টালমাটাল পরিস্থিতিতে যেখানে বড় বাজেটের ছবি তৈরিতে পিছিয়েছে বলিউড সেখানে কোন কিছুর তোয়াক্কা না করে বিগ বাজেটের ছবি করতে এগিয়ে এসেছেন ‘বাহুবলি’ খ্যাত পরিচালক এস এস রাজমৌলি। ছবির নাম ‘ট্রিপল আর’। এই ছবিটাই যেন তারকাদের মেলা বসেছে। রামচরণ, জুনিয়র এনটিআর থেকে শুরু করে বলিউডের অজয় দেবগন, আলিয়া ভাট সবাই রয়েছে এই ছবিতে।সবুজ রঙের শাড়ি, কপালে মেরুন রঙের টিপ, মাথায় টিকলি, চোখে হালকা কাজল, লম্বা বেণী, সাজ-পোশাকের একেবারে দক্ষিণী পরিবারের বউয়ের সাজে আলিয়া। এই ছবিতে ক্যামিও চরিত্রে রয়েছেন অজয় দেবগণ।আলিয়া এবং অজয় দুজনেই খুব কম সময়ের জন্য উপস্থিত থাকছেন ছবিতে। সর্বসাকুল্যে ১০ মিনিট সময় রয়েছে আলিয়ার জন্য। তার জন্যই অভিনেত্রী ৯ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন। অজয় দেবগণ তার ক্যামিও চরিত্রের জন্য ৭ দিনের শুটিং শিডিউলের সময় দিয়েছেন দক্ষিণে। পারিশ্রমিক বাবদ তিনি পাচ্ছেন ৩৫ কোটি টাকা। উত্তর ভারতের দর্শক টানার জন্য অজয় এবং আলিয়াকে ছবিতে নেওয়া হয়েছে।
Html code here! Replace this with any non empty text and that's it.