কান চলচ্চিত্র উৎসবে এবছর প্রথমবার রেড কার্পেটে দেখা গেল অভিনেত্রী উর্বশী রাউতেলা, পূজা হেগড়ে, তামান্না ভাটিয়াকে জমকালো পোশাক। গতকাল ১৭ মে থেকে শুরু হলো কান চলচ্চিত্র উৎসব। লাস্যময়ী ভারতীয় অভিনেত্রীদের গ্ল্যামারের ঝলকে জমকালো হয়ে উঠেছিল উৎসবের প্রথম দিন। একদিকে কাঠ খোলা সাদা গাউনে সকলের নজর কেড়েছেন ঊর্বশী। সাদা কালো গাউন এর লুকে তামান্না ভাটিয়া। সাদা শার্ট ও কাল স্কার্টে নিজের একটি ছবি শেয়ার করেছেন পূজা। সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় তামান্না যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেছেন,’আমি বহুদিন ধরে সত্যি অপেক্ষা করছিলাম’। তামান্না সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক ছবি। ‘কানে’ উপস্থিতির আগের ঝলক উঠে এসেছে তার ছবিগুলোতে। পূজা,তামান্না,ঊর্বশী ছাড়াও এ বছর কান উৎসবে উপস্থিত রয়েছেন এ আর রহমান। অভিনেতা আর মাধবান, নওয়াজউদ্দিন সিদ্দিকি। অভিনেত্রী নয়নতারা, ঐশ্বর্য রাই। পরিচালক শেখর কাপুর। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে মোট ৯ জন জুরির মধ্যে রয়েছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। উৎসবের প্রথম দিনেই নজরকাড়া সাজে ধরা দিয়েছিলেন দীপিকা। পডরেছিলেন সবুজ রং-এর প্যান্ট আর বেইজ রঙের ডিপ নেক শার্ট। তাঁর মাথায় ছিল হেডব্যান্ড। দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল তার গলায় জড়োয়া হার। দীপিকার মুক্ত ঝরা হাসি তার গ্ল্যামারকে আরো বাড়িয়ে দিয়েছিল।
Html code here! Replace this with any non empty text and that's it.