মহামারীর কালে ২০২০-তে আলোর উৎসবে মাততে পারেনি দেশবাসী। উৎসব থেকে দূরে ছিল টিনসেল টাউনও। অসুস্থতা খানিকটা কমতে এবছর সেলিব্রেশন মুডে ফিরেছে বলিপাড়া। প্রি- দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন ডেইলি সোপ কুইন একতা কাপুর। একতার বাড়ির দিওয়ালি পার্টিতে হাজির ছিলেন ছোটপর্দা ও বড়পর্দার তারকারা।
একতার প্রি- দিওয়ালি পার্টিতে দেখা মিলল সইফ-পুত্র ইব্রাহিম আলি খানের। কালো- কুর্তায় আলোর উৎসবে একেবারে ঝকঝক করছিলেন ইব্রাহিম। পার্টিতে হাজির ছিলেন একতার একঝাঁক বন্ধু। ছিলেন করিশ্মা তন্না, ঋদ্ধি ডোগরা, অনিতা হাসনন্দানি সহ ছোটপর্দার একদল তারকা। প্রি- দিওয়ালি পার্টিতে রীতিমতো হুল্লোড় করলেন তাঁরা। ফটোসেশন, খানা-পিনা সবই চলল জোর কদমে। সোশ্যাল সাইটে সেই দিওয়ালি পার্টি হইচই-এর ছবিও শেয়ার করেছেন অনেকেই।
আলোর মরসুমে আনন্দেই আছেন ডেইলি সোপ কুইন। নভেম্বরের ৮তারিখ পদ্মশ্রী পুরস্কার পাবেন একতা। কাজের জগতে কার্তিক আরিয়ানের ‘ফ্রেডি’, মোহিত সুরির ‘এক ভিলেন রিটার্নস’, বিকাশ বহেলের ‘গুডবাই’, হনসল মেহতা পরিচালিত- করিনা কাপুর খান অভিনীত থ্রিলার ছবির প্রযোজনার দায়িত্ব রয়েছে একতার হাতে।