ওয়েব ডেস্ক: অভিনেত্রী ম্রুনাল ঠাকুর(Mrunal Thakur)ও প্রদক্ষিণি সুপারস্টার ধনুশের(Dhanush) একসঙ্গে তোলা বেশ কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে। চলতি মাসের ১ তারিখ জন্মদিন ছিল ম্রুনালের। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ধানুশ। ভিডিওতে পরস্পরের হাত ধরে ঘনিষ্ঠ ভাবে কথা বলতে দেখা গেছে। অনলাইনে সেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: ম্রুনাল কী ধানুশের প্রেমে পড়েছেন!
এছাড়াও বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। গত বছর আনুষ্ঠানিকভাবে রজনীকান্তকন্যা ঐশ্বরিয়া সঙ্গে বিবাহ বিচ্ছেদ হচ্ছে মানুষের।
যদিও তাদের সম্পর্ক নিয়ে আপাতত মুখ খোলেননি ধানুষ। তবে সোশ্যাল মিডিয়ায় ম্রুণাল স্পষ্ট ‘না’ বলে হেয়ালি করে বুঝিয়ে দিলেন যে তিনি প্রেমে আছেন কি নেই! একটি ভিডিওতে তিনি জানিয়েছেন, আপাতত আমার নজর এখন কেরিয়ারের দিকে। অন্য কিছু ভাবার সময় নেই। তবে ব্যক্তিগত ব্যাপার তা ব্যক্তিগতই রাখতে চাই। এখনো প্রকাশ করার মতন সময় আসেনি। নেটিজনদের অনেকেরই ধারণা এই ‘ব্যক্তিগত বিষয়’টি হলো ধানুষের সঙ্গে প্রেম!
নেটিজেনরা আর একটি জিনিস লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেটি হলো ধানুশের দুই দিদি কার্তিকা কার্তিক ও বিমলা গীতাকে ইনস্টাগ্রামে অনুসরণ শুরু করেছেন ম্রুণাল। দিদিরাও তাকে অনুসরণ করছেন। দুই তারকার সম্পর্ক নিয়ে যখন জল্পনা পর্ব চলছে তখন এই অনুসরণপর্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে নেটিজেনদের ধারণা। অনেকেরই ধারণা ইতিমধ্যেই নাকি ধানুসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিনেত্রী ম্রুণাল। পরিবারের লোকেদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন ধানুষ।
অনেক অনুরাগী আবার একটু এগিয়ে লিখেছেন তাহলে বিয়েটা কবে! দুই তারকার কিছু কমোন ফ্রেন্ড আছেন, যাদের ধারণা পরস্পরের মধ্যে বোঝাপড়া খুব ভালো। তাদের ভাবনা-চিন্তা এবং মূল্যবোধে অনেকটা মিল আছে। তবে কিছুদিন না কাটলে তারা বিষয়টি প্রকাশ্যে আনতে চাইছেন না।
দেখুন অন্য খবর: