লন্ডন: ‘দ্যা গুড প্লেস’ খ্যাত পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ তারকা মডেল-অভিনেত্রী জামিলা জামিল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে নেটফ্লিক্স এর ওয়েব সিরিজ ‘ইউ’ এর চতুর্থ সিজনের জন্য তার অডিশন দেওয়ার কথা ছিল। কিন্তু যখন তিনি জানতে পারেন যে চরিত্রটি যথেষ্ট যৌন আবেদনমযয়ী তখন নাকি তিনি অডিশন থেকে সরে আসার কথা জানিয়ে দেন। কারণ পর্দায় এই ধরনের যৌন দৃশ্যে অভিনয় করা মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না বলে অভিনেত্রী জানিয়েছেন।যদিও ঠিক কোন দৃশ্যের জন্য তিনি অডিশন দিচ্ছিলেন তা প্রকাশ্যে আনেননি জামিলা।
কেন অভিনেত্রী যৌন দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ বোধ করেন না তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন,’আমার শৈশব যথেষ্ট কঠিন এবং নোংরা। আর সেই জন্যই তিনি নিজেই এই নিয়ম তৈরি করেছেন।’ সেই কারণেই অভিনেত্রী জামিলা জামিল কখনো কোন যৌন দৃশ্যে অভিনয় করবেন না বলে জানিয়েছেন।শৈশবে তাঁর উপর চলা যৌন নির্যতনের কথা তিনি ভুলতে পারেননি, সেগুলি থেকে বের হয়ে আসতে পারেননি।
শৈশবের অভিজ্ঞতা বলতে গিয়ে অভিনেত্রী জানান, শৈশবে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। সেই ‘ট্রমা’ অর্থাৎ ‘মানসিক আঘাতে’র কারণেই তিনি এই ধরনের দৃশ্যে অভিনয় করতে চান না। প্রসঙ্গত, পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ অভিনেত্রী এর আগেও শৈশবের যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেন,অন্য অভিনেতাদের কাছে যৌন দৃশ্য যেমন তাঁর কাছে এটা ঠিক তেমন নয়। এমনকি ছবিতে কোন যৌন দৃশ্য থাকলেও সেটা তিনি দেখেন না,এড়িয়ে যান।
তাই তিনি ‘ইউ’ এর নির্মাতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি কোন যৌন দৃশ্য ছাড়া সিরিজে অন্য কোন চরিত্রে তাঁকে প্রয়োজন হয় তাহলে তারা ডাকতে পারেন।