সামনের মাসেই নতুন ছবি মুক্তি পেতে চলেছে। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর (Janhavi Kapoor) এখন ‘মিলি’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত। এত ব্যস্ততার মাঝে এক সাক্ষাৎকারে তাঁর বোন খুশি কাপুরকে (Khushi Kapoor) নিয়ে অনেক কথাই জানালেন জাহ্নবী। বোনের জন্য তাঁর পরামর্শ, সিনেমায় নামতে চলেছ, তার আগে কোনও অভিনেতাকে ডেটিং (dating) করো না। প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী (Sridevi) এবং ফিল্ম প্রোডিউসার বনি কাপুরের (Boney Kapoor) ছোট মেয়ে খুশিকেও খুব তাড়াতাড়ি বড় পর্দায় দেখা যাবে। তার আগে বোন খুশিকে জাহ্নবী বললেন, “নিজের মূল্যটা ভালো করে বুঝতে হবে। বংশের নাম আছে ঠিকই, কিন্তু তুমি তার থেকে আরও বেশি কিছু দিতে পারো।”
বলিউডে (Bollywood) জাহ্নবীর ডেবিউ (debut) ২০১৮ সালে ধড়ক সিনেমার মাধ্যমে। আর এদিকে খুশি বড় পর্দায় পা রাখতে চলেছেন জোয়া আখতরের দ্য আর্চিস-এর মাধ্যমে। ছবিটি মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। দ্য আর্চিস ছবিটি অত্যন্ত জনপ্রিয় আর্চিস কমিক সিরিজের ভারতীয় রূপান্তর। শ্রীদেবী কন্যা খুশির পাশাপাশি এই ছবিটির মাধ্যমে অভিনয় জগতে পা রাখতে চলেছেন কিং খানের (SRK) মেয়ে সুহানা খান (Suhana Khan) এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। দ্য আর্চিস ছবিটি ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাবে।
আরও পড়ুন: Kangana Ranaut Nati Binodini: ইন্দিরা গান্ধীর পর নটি বিনোদিনীর চরিত্রে..
অভিনয় জগতে ইতিমধ্যেই নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন জাহ্নবী। তাঁরই পথে বোন খুশিও অভিনয় জগতে পা রাখছেন। পারিবারিক ঐতিহ্যটা বজায় থাকছে। তো প্রশ্নটা ছিল, ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে বোন খুশিকে তিনি দু-চার কথায় কি পরামর্শ (advice) দিতে চাইবেন? তাতে জাহ্নবী বললেন, “কোনও অভিনেতাকে ডেটিং করো না। কারণ আমি আর আমার বোন কেমন মেয়ে, সেটা আমি জানি। আমি মনে করি এটাই ভালো হবে।” এরপর জাহ্নবী বলেছেন, “নিজের মূল্যটা জানো। ইনস্টাগ্রামে (Instgtam) নাম-পরিচয়হীন ব্যক্তিরা যাই বলুক না কেন, জেনে রাখো তোমার কিছু দেওয়ার আছে। আমি শুধু বলতে চাই, বংশপরিচয় যাই থাকুক না কেন, ওর অনেক কিছু দেওয়ার রয়েছে।” তবে জাহ্নবী এটাও বলেছেন, সোশ্যাল মিডিয়ায় খুশি কিভাবে সমালোচনা সামলাবেন, সেটা সম্পূর্ণরূপে খুশির নিজের লড়াই।
উল্লেখ্য, জাহ্নবী অভিনীত মিলি ছবিটি আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে। এছাড়া মিস্টার অ্যান্ড মিসেস মাহি নামে একটি কমেডি (comedy) ছবিও তাঁর হাতে রয়েছে। শরণ শর্মা পরিচালিত এই ছবিটিতে রয়েছেন রাজকুমার রাও। বরুণ ধওনের সঙ্গে রোমান্টিক-কমেডি (ramntic-comedy) বাওয়াল ছবিতেও কাজ করছেন জাহ্নবী। নীতেশ তিওয়ারির এই ছবিটি আগামী বছর এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।