ওয়েব ডেস্ক: অভিনেত্রী জাহ্নবী কাপুরের(Actress Jahnavi Kapoor) পারিশ্রমিকের গ্রাফ(Remuneration Graph) এখন যথেষ্ট ঊর্ধ্বমুখী। বিশেষত দক্ষিণী ছবিতে তার চাহিদা এবং জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে তিনি আগের চেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন।
আরও পড়ুন:দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের বায়োপিক!
প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী(Sridevi) ও চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরের(Bony Kapoor) বড় মেয়ে জাহ্নবী বলিউডের পাশাপাশি তেলেগু ছবিতে কাজ করছেন।২৮ বছরের এই অভিনেত্রী বলিউডে প্রায় অর্ধযুগ পার করে দিয়েছেন। বেশ কয়েকটি হিট ছবিতে তাঁকে দেখা গেছে। দক্ষিণী ছবি রামচরনের(Ramcharan) বিপরীতে তিনি অভিনয় করার জন্য ৬ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। এর আগে জুনিয়র এনটিআর(Junior NTR) এর ‘দেভারা’ ছবিতে শ্রীদেবী-কন্যা নিয়েছিলেন ৫ কোটি টাকা। এই পারিশ্রমিক বৃদ্ধি তার জনপ্রিয়তা এবং দক্ষিণে সিনেমায় ক্রমবর্ধমান চাহিদাকেই ইঙ্গিত করে। নির্মাতারাও তাকে মোটা অংকের পারিশ্রমিক দিতে রাজি হচ্ছেন। এক কথায় বলা যায় তার পারিশ্রমিকের গ্রাফ এখন দ্রুত গতিতে উর্ধ্বমুখী,বিশেষত দক্ষিনী ফিল্ম ইন্ডাস্ট্রিতে(South Indian Fim Industry)।
জাহ্নবী কাপুর তার প্রথম সিনেমা ‘মিলি’র জন্য কত পারিশ্রমিক পেয়েছিলেন তা নিয়ে বিভিন্ন তথ্য রয়েছে।
এখন গুঞ্জন উড়ছে, আল্লু অর্জুন অভিনীত, অ্যাটলি কুমার(Atley Kumar)) পরিচালিত বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। নির্মাতারা তাকে চুক্তিবদ্ধ করাতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তারা পারিশ্রমিক কিছুটা কমানোর আলোচনা করছেন বলে জানা গেছে। তবে জাহ্নবী কাপুর ৭ কোটি টাকার কম নিতে রাজি নন বলে জানা গেছে।
জাহ্নবী কাপুরের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে ভালোভাবে দেখছেন না চলচ্চিত্র বিশ্লেষকরা। তারা অনেকটা ভ্রু কুঁচকে যাচ্ছেন। কারণ দক্ষিণী সিনেমা থেকে বেশি পারিশ্রমিক নিলেও, বলিউডে তুলনামূলক কম পারিশ্রমিক পাচ্ছেন। এতে করে জাহ্নবীর ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে, দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে তার নতুন করে ভাবা উচিত বলে মনে করেন তারা।
দেখুন অন্য খবর: