তাঁর মধ্যেই শ্রীদেবির ছায়া খোঁজে দর্শক। ‘গুঞ্জন সাক্সেনা ‘ গার্ল জান্হবী কাপুর ২৫ বছর পূর্ণ করলেন আজ। শ্যুটিংয়ের থেকে সময় বের করে তিরুপতীর মন্দিরে পুজো দিলেন ‘রুহি’ ছবির নায়িকা। ম্যাজেন্ডা বর্ডারের সবুজ শাড়িতে সেজে মন্দিরে পুজো দেন নায়িকা। তাঁর এই সাজে শ্রীদেবিকেই দেখছেন দর্শকরা। জন্মদিনের নিজের মহিলা বাহিনী নিয়ে হাজির হয়েছিলেন মন্দিরে। নায়িকার স্যোশাল মিডিয়ায় এই ছবিতে জন্মদিনের শুভেচ্ছায় ভড়িয়ে দিয়েছেন নেটিজেনরা।
জন্মদিন উপলক্ষে বাবা বনি কাপুর স্যোশাল মিডিয়ায় জান্হবির ছোট বেলার ছবি শেয়ার করে তাঁকে এই রকমই সাদাসিধে থাকার উপদেশ দিয়েছেন। অন্যদিকে বোন খুশির নিজেদের ছোটবেলার ছবি দিয়ে শুভেচ্ছা জানান। দাদা অর্জুন কাপুর শ্যুটিংয়ের কাজে শহরের বাইরে থাকলেও স্যোশাল মিডিয়ায় জান্হবীকে জানান দূরে থাকলেও জন্মদিনের অনেক ভালোবাসা জানান।
জান্হবী এই মুহূর্তে রাজ কুমার রাও এর সঙ্গে একটি হিন্দি ছবির শ্যুটিংয়ের কাজে ব্যস্ত। ছবির নাম মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এই ছবিতে একজন মহিলা ক্রিকেটের চরিত্রে দেখা যাবে তাঁকে।