কলকাতা: ওপার বাংলার অভিনেত্রী জয়া এহসান সমানভাবেই জনপ্রিয় এপার বাংলাতেও। টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছেন জয়া। সামনেই পরের ছবি মুক্তির দিন এগিয়ে আসছে। অতএব তিনি আবার খবরের শিরোনামে। এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন জয়া।
বরাবরই পরিবারের সাথে সময় কাটাতে বেশি ভালোবাসেন জয়া। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়, হাতে সময় থাকলেই তিনি তাঁর পরিবারের মানুষদের সাথে সময় কাটান। এই ব্যাপারে অভিনেত্রী কি জানালেন? তাঁর কথায়, “সবসময়ই পরিবারের সাথে সময় কাটানো হয়। কোনও নিমন্ত্রণে না যেতে পারলে ভীষণ মন খারাপ হয়।” প্রসঙ্গত, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবিতে দেখা যাবে জয়াকে। এই ছবিতে একসঙ্গে কাজ করবেন জয়া এহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। অতীত ও ভবিষ্যতের সম্পর্কের কথা বলবে এই ছবি। ছবির নাম ‘অর্ধাঙ্গিনী’।
জানা গেছে, কিভাবে অতীতের ছায়া একজন মানুষকে সারাজীবন বয়ে বেড়াতে হয় সেই গল্প বলবে এই ছবি। স্বামী-স্ত্রীর সম্পর্কের সমীকরণ, প্রাক্তন আর বর্তমানের টানাপোড়েন, আর ভাঙা-গড়ার গল্প উঠে আসবে ছবির পর্দায়। যেহেতু স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়েই মূলত ছবিটি কথা বলবে, তাই বর্তমানে স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে কি মতামত জয়ার? অভিনেত্রী জানান, “বর্তমানে আমরা স্বামী-স্ত্রীদের মধ্যে যে যে সমস্যাগুলো দেখি, সেটা হয়তো স্বামী বা স্ত্রী সম্পর্কের সমস্যাগুলোর কথা প্রকাশ্যে বলেন বলে আমরা তা জানতে পারি। এখন আমরা স্বামী স্ত্রীর বিচ্ছেদ দেখতে পারি। কিন্তু তাঁদের সমস্যা, বনিবনার সমস্যাগুলো, ভুল বোঝাবুঝি দেখতে পাইনা। এই সমস্যাগুলো আগেও ছিল। কিন্তু তখন মানুষ হয়তো অন্যের দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে একসঙ্গে থেকে যেতেন। যে করেই হোক জীবনটা কাটিয়ে দিতেন।”
তাঁর সংযোজন, “তবে আমি সম্পর্কের ক্ষেত্রে ভীষণ ডেরিকেটেড। আমি খুব সহজে কোনো সম্পর্কে ত্যাগ করি না। শেষপর্যন্ত চেষ্টা করে যাই। আমি সম্পর্কের মূল্যায়ন করতে জানি, বলা ভালো মূল্যায়ন করতে চাই। সম্পর্কে ভুল বোঝাবুঝি তো থাকবেই। কিন্তু আমি বিশ্বাস করি, কোনো মানুষকে ভালোবাসলে, তার খারাপটাকেও ভালোবাসবো। সেই মানুষের ভালো সময়ে পাশে থাকলে, তার খারাপ সময়েও পাশে থাকবো।”