থাইল্যান্ডের ছুটি কাটাতে গিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। হলুদ বিকিনিতে জেনিফারের অবসর যাপন। লাস্ট সময় জেনিফারের ছবি দেখে নেটিজেন্ডরা মুগ্ধ। ডিপ নেক সাদা মনোকিনিতে জেনিফারের ছবি নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে। বিকিনিতে রোদ্র স্থানে ব্যস্ত জেনিফার। কখনো তাঁকে দেখা গেছে ওয়াইন রঙের ব্রালেটের উপরে স্বচ্ছ শ্রাগ-এমন হট লুকে। গোলাপি রঙের স্প্যাগিটি টপ এর সঙ্গে জাঙ্ক-জুয়েলারি আর নামমাত্র মেকআপ-ফ্যাসিস্তা জেনিফার। সোশ্যাল মিডিয়ায় ১৩ মিলিয়ন ফলোয়ারের জন্য জেনিফার উইঙ্গেটের ভালোবাসা নিয়ন আলোর মতোই উজ্জ্বল।
Html code here! Replace this with any non empty text and that's it.