Thursday, August 14, 2025
HomeবিনোদনJitu Kamal | New Movie | সত্যজিৎ-লুকের পর ফের নতুন লুকে জিতু

Jitu Kamal | New Movie | সত্যজিৎ-লুকের পর ফের নতুন লুকে জিতু

Follow Us :

কলকাতা: পরিচালক অংশুমান প্রত্যুষের আগামী ছবি ‘আপনজন’ অন্য এক লুকে দেখা যাবে জিতু কমলকে। এর আগে অনেক দপ্তর অপরাজিত ছবিতে সত্যজিৎ রায়ের লুকে অভিনেতা জিতু যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। দর্শকরা তাঁর অভিনয় দেখেও যথেষ্ট প্রশংসা করেছিলেন।
আপনজন ছবিতে জিতুর বিপরীতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। এই প্রথম তাঁরা পর্দায় জুটি বাঁধছেন। ঋতাভরীর চরিত্রের নাম রূপা এবং জিতুর চরিত্রের নাম পার্থিব। এই ছবিতে অন্য একটি মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পায়েল সরকারকে। তাঁকেও একেবারে অন্য লুকে পর্দায় উপস্থিত করবেন পরিচালক। থাকবেন দুজন শিশুশিল্পীও। পরিচালকের মতে পুরোপুরি ভিন্ন স্বাদের গল্প এই ‘আপনজন’।

আরও পড়ুন: Sudipta Banerjee | বিয়ের বাকি ১০ দিন বাকি, ‘সোহাগ জল’-এর সেটেই জমিয়ে আইবুড়ো ভাত খেলেন সুদীপ্তা 

ছবিতে একজন সিঙ্গেল মাদারের চরিত্র দেখা যাবে অভিনেত্রী ঋতাভরীকে। অন্যদিকে সিঙ্গেল ফাদারের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা জিতু কমল। ছবি চিত্রনাট্য অনুযায়ী ঘটনাচক্রে দুজনের সাক্ষাৎ হয়। কিন্তু নিজেদের মধ্যেকার সম্পর্ক নিয়ে তারা এগোবেন কিনা তা নিয়ে যথেষ্ট দ্বিধাগ্রস্থ থাকেন দুজনেই। কারণ দুজনের চিন্তাতেই থাকে সন্তানের ভবিষ্যৎ!
পরিচালক অংশুমান জানান,’ছবির অনেকটাই শুটিং হবে লন্ডনে। তাছাড়া কলকাতা শহরে ও কিছুটা শুটিং হবার কথা। চলতি মাসেই এই ছবির শুটিং শুরু হবে। ইতিমধ্যেই জিতু লন্ডনে পৌঁছে গিয়েছেন।’

RELATED ARTICLES

Most Popular