অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান।আসছে জন আব্রাহাম অভিনীত ‘অ্যাটাক’-এর ট্রেলার।ছবির মারকাটারি টিজার মুক্তি পেয়েছে ডিসেম্বরেই।গত ২৮ জানুয়ারি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল।কিন্তু অতিমারির বাড়বাড়ন্তের জেরে নতুন বছরের শুরুতেই স্থগিত হয়ে যায় ছবির মুক্তি।কিছুদিন আগেই জানা গিয়েছে আগামী ১এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে এই অ্যাকশন প্যাক্ট ছবি।লক্ষ রাজ আনন্দ পরিচালিত এই ছবিতে জনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ ও রাকুলপ্রীত সিং।’অ্যাটাক’-এর টিজার প্রকাশ্যে এলেও কবে ছবির ট্রেলার মুক্তি পাবে সেই নিয়ে রীতিমতো জল্পনা ছিল সিনেপ্রেমীদের। অবশেষে মিলল বড় সুখবর।সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকালই মুক্তি পেতে চলেছে ‘অ্যাটাক’-এর ট্রেলার।
Html code here! Replace this with any non empty text and that's it.