মুম্বই: আসছে নিখিল আডবাণী (Nikkhil Advani) পরিচালিত অ্যাকশন-থ্রিলার ছবি ‘বেদা’ (Vedaa)। সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক সাংবাদিক বলি তারকা জন আব্রাহাম (John Abraham)-কে প্রশ্ন করেন, এই ছবিতে নতুন কী পাব? ট্রেলারে তো সেই একই ধরনের অ্যাকশন দেখা যাচ্ছে। আর সাংবাদিকের এই কথাতেই বেজায় চটে যান অভিনেতা।
কিছুটা রেগে গিয়েই পাল্টা তিনি ওই সাংবাদিকের উদ্দেশ্যে বলেন, ‘আপনি কী ছবিটা দেখেছেন? এধরনের কথা বলার জন্য আমি কি আপনাকে ইডিয়ট বলব? ওই সাংবাদিককে জন আরও বলেন, ‘আমি আপনাকে একটা কথাই বলতে চাই যে এই ছবিটা এক্কেবারেই আলাদা। অন্তত আমার ভাবনায়, আর তাই এই ছবিটা করেছি। এরপরই অবশ্য জন নিজেকে কিছুটা সামলে নিয়ে সাংবাদিককে বলেন, ‘আপনি আগে ছবিটা দেখুন, তারপর আপনি যা প্রশ্ন করবেন তারই উত্তর দেব। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে জনের সঙ্গে সাংবাদিকের প্রশ্নোত্তরের সেই মুহূর্ত।
View this post on Instagram
আরও পড়ুন: অসুস্থ অরিজিৎ সিং, বাতিল করলেন সমস্ত কনসার্ট
উল্লেখ্য, শর্বরী অভিনীত একটা অল্প বয়সী মেয়ের কাহিনি নিয়ে তৈরি ‘বেদা’। এই চরিত্রটি জাত ও অস্পৃশ্যতার ভিত্তিতে নিপীড়িত সম্প্রদায়ের জন্য অত্যাচারীদের বিরুদ্ধে সামাজিক ন্যায়বিচার চায়। নিখিল আডবাণী পরিচালিত এই অ্যাকশন-থ্রিলারে খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তামান্না ভাটিয়া এবং মৌনি রায়কে। আগামী ১৫ অগাস্ট মুক্তি পাবে ছবিটি।
দেখুন বিনোদনের আরও খবর