আগামী ২৪ডিসেম্বর মুক্তির অপেক্ষায় রণভীর সিং অভিনীত ছবি ‘৮৩’।বর্তমানে ছবির গোটা টিমকে নিয়ে প্রচারে ব্যস্ত পরিচালক কবীর খান।ফের একবার তার ছবিতে কাজ করতে পারেন রণভীর সিং,এমনটাই জল্পনা উস্কে দিলেন ‘৮৩’-র পরিচালক। সদ্যই ছবির প্রচারে এসে কবীর খান জানিয়েছেন,অন্য একটি ছবিতেও রণভীরকে মুখ্য ভূমিকায় রাখতে চান তিনি।‘৮৩’-র শ্যুটিংয়ের সময় অভিনেতার সঙ্গে কবীর খান অনেকটা সময় কাটিয়েছেন,আড্ডার ফাঁকেই একে অপরের নানা পরিকল্পনা শেয়ার করতেন তাঁরা।তখনই একটি ছবির আইডিয়া পছন্দ করেছেন ‘৮৩’-র কপিলদেব ওরফে রণভীর সিং।তবে সবেই প্রাথমিক কথাবার্তা এগিয়েছে অভিনেতার সঙ্গে এখনও পাকাপাকি কিছু হয়নি।
পরিচালকের মতে,৮৩-তে রণভীর যে লেভেলের পারফর্ম করেছেন তারপর অন্য কারোর কথা ভাবছেন না তিনি।তাই পরের ছবিতেও ‘সিম্বা’-র অভিনেতাই কবীরের পয়লা পসন্দ।তবে এখনই নতুন ছবি নিয়ে পরিকল্পনা করতে নারাজ পরিচালক।আপাতত তার ধ্যানজ্ঞান জুড়ে রয়েছে শুধুই ‘৮৩’।
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম একটা মাইলস্টোন হতে চলেছে ১৯৮৩-র বিশ্বকাপ জয়ের এই গল্প।এমনটাই মনে করছেন পরিচালক।অনেক পরিশ্রম করে ‘৮৩’ তৈরি করেছেন।এবার ছবির সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করতে চান তিনি।