অবশেষে রকি অউর রানি কি প্রেম কাহানি(Rocky Aur Rani Ki Prem Kahani) মুক্তির নতুন দিন ঘোষণা করলেন করণ জোহর(Karan Johar)।অ্যাই দিল হ্যায় মুশকিল(Ai Dil Hai Mushkil)-এর সাত বছর পর ফের ছবির পরিচালনায় ফিরেছেন কেজো।ছবির নাম রকি অউর রানি কি প্রেম কাহানি।গলিবয়-এর পর করণের এই রোম্যন্টিক ফ্যামিলি ড্রামা ফিল্মে জুটি বেঁধেছেন রণভীর সিং(Ranveer Singh) ও আলিয়া ভাট(Alia Bhatt)। রয়েছেন,ধর্মেন্দ্র,জয়া বচ্চন,শাবানা আজমি(Dharmendra,Jaya Bachchan,Shabana Azmi)।পাশাপাশি ছবিতে দেখা যাবে দুই টলিউড তারকা চু্র্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরীকেও(Churni Ganguly & Tota Roy Chowdhury)।ভ্যালেন্টাইন্স ডে(Valentines Day) উপলক্ষে মুক্তি পাবে রকি অউর রানি কি প্রেম কাহানি,এমনটা আগেভাগেই জানিয়েছিলেন করণ জোহর।সেই মতো চলছিল ছবির শ্যুটিং।যার সিংহভাগ ইতিমধ্যেই শেষ হয়েছে।কিন্তু কেজোর পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় আলিয়া ভাটের প্রেগনেন্সি।রণবীর ও আলিয়ার বেশ কিছুটা শ্যুটিং বাকি রয়েছে যার মধ্যে রয়েছে ছবির একটি রোম্যান্টিক গানের শ্যুটিংও।নায়িকা সন্তানসম্ভবা হয়ে পড়ায় সেই শ্যুটিং আর শেষ করতে পারেননি করণ।তাই ছবির মুক্তি পিছিয়ে দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন – Kartick Aaryan-Hera pheri 3 : কম দরেই কার্তিকের বাজিমাত
সদ্যই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া।তাই বলিপাড়ায় এখন খুশির হাওয়া।বেজায় খুশি করণও।কারণ,কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে রকি অউর রানি-র বাকি শ্যুটিং শেষ করবেন আলিয়া।সব জল্পনা ভেঙে সম্প্রতি ছবি মুক্তির নতুন দিনক্ষণও ঘোষণা করলেন ধর্মার কর্ণধার।আগামী বছর ২৮ এপ্রিল বড়পর্দায় আসছে রকি অউর রানি কি প্রেম কাহানি।এবার কবে রণভীর-আলিয়াকে নিয়ে শ্যুটিং শেষ করতে পারেন করণ সেটাই দেখার।
আরও পড়ুন – Ranbir Kapoor-Alia Bhatt : মেয়েকে ছেড়ে শ্যুটিংয়ে রণবীর
View this post on Instagram