Thursday, August 21, 2025
HomeScroll'শকুনের মতো দেখতে লাগছে...' ৱ্যাম্পে হেঁটে ট্রোল করণ জোহর

‘শকুনের মতো দেখতে লাগছে…’ ৱ্যাম্পে হেঁটে ট্রোল করণ জোহর

ওয়েব ডেক্স: শুক্রবার একটি জুয়েলারি ফ্যাশন শো-এ ছিল তারকার ঝাঁক। নজর কাড়লেন করণ জোহর (Karan Johar) ও সিদ্ধার্থ মলহোত্র (Siddharath Malhotra)। আজিও লাক্স ওয়েকিন্ডে তিয়ানি জুয়েলারি ‘গিল্ডেড আওয়ার’ শোকেসের জন্য ৱ্যাম্পে হাঁটলেন দুজনে (Karan Johar Ramp walk)।

শো-এ নজর কাড়ল করণ জোহরের রোগা চেহারা ও সিদ্ধার্থ মলহোত্রর খুনসুটি। এদিন করণ ফ্যাশন শো-এ হাঁটলেন অল হোয়াইট পোশাকে। তাঁর পরনে ছিল মুক্ত সাদা সিল্কের শার্ট। উন্মুক্ত বুক, মিড রাইজ প্যান্টের সঙ্গে ভিতরে প্যান্টটি গুঁজে টিম আপ করেন। সঙ্গে ছিল ম্যাচিং লম্বা কোট। পকেটে ব্রোচ, চোখে চশমা, সোয়েড বুট, নেকপিস।

আরও পড়ুন: রণলিয়ার বিয়ে নিয়ে অতিষ্ঠ পাড়া-পড়শি! ঠিক কি হয়েছিল?

করণকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বেশ কয়েক কেজি ওজন ঝড়িয়ে ফেলেছেন তিনি। ৱ্যাপে হাঁটতেই কটাক্ষের শিকার হলেন করণ। এক নেটিজেন লিখছেন, ‘এ তো শকুনের মতো লাগছে, নাকি বলব শুটকি মাছ’। অপরজন লিখছেন, ‘হাস্যকর। জানি না কেন এরকম সাজে।’ যদিও অনেকেই উদ্বেগ দেখিয়েছেন করণের স্বাস্থ্য নিয়ে। তাঁর এক ভক্ত লিখেছেন,‘করণের কী হয়েছে? ওকে এত দুর্বল লাগছ কেন?’ অনেকেই আবার বলছেন,‘ডায়াবেটিসে মানুষকে এরকম রোগা হতে দেখেছি’।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

দেখুন আরও খবর: 

 

Read More

Latest News