ওয়েব ডেস্ক: বলিউডে স্বজনপ্রীতির তকমা নিয়ে সর্বদাই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর(Karan Johar)। তাঁকে ‘নেপো কিডদের ন্যানি’ তকমা দেওয়া হয়েছে। বলিউড টার্গেটদের লাঞ্চ করার জন্য করণ জোহর যথেষ্ট পরিচিত।এবার তিনি আহান পান্ডের অভিষেক চলচ্চিত্র ‘সাইয়ারা'(Saiyaara) দেখে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেললেন। উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি ছবিটির। সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবির পোস্টটা শেয়ার করে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন করণ। যেখানে আহান(Ahaan Panday) ও অনিতকে(Aneet Padda) জাদুকরি আখ্যা দিয়েছেন। আর পরিচালক মোহিত সুরিকে(Mohit Suri) তার কেরিয়ারের সেরা ছবি বানানোর জন্য অভিনন্দন জানিয়েছেন। ‘সাইয়ারা’ জাদুতে মুগ্ধ হয়েছেন করণ।
করণ লিখেছেন, “আমার মনে পড়ছে না, শেষ কবে কোনো ছবি দেখে আমার এমন অনুভূতি হয়েছিল। চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু এটি ছিল অসীম আনন্দের অনুভূতি… একটি প্রেমের গল্প রূপোলি পর্দায় আলোড়ন সৃষ্টি করেছে এবং জাতিকে প্রেমে পড়িয়েছে, এটাই আনন্দের বিষয়।” তিনি ছবির সঙ্গীতেরও ভূয়সী প্রশংসা করে লিখেছেন যে গান এই ছবিতে একটি চরিত্র হয়ে উঠেছে।
আহান-অনিতের প্রশংসায় পঞ্চমুখ করণ। ছবির দুই নবীন শিল্পী আহান পান্ডে এবং অনিত পড্ডার অভিনয়ে মুগ্ধ করণ তাঁদের প্রশংসা করে লিখেছেন, “অসাধারণ অভিষেক আহান পান্ডে!!!!! তুমি আমার হৃদয় জিতে নিয়েছ। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমাকে উজ্জীবিত করেছ। তোমার চোখ অনেক কথা বলেছে। এখন তোমার আগামী সফর দেখার জন্য আমার তর সইছে না। চলচ্চিত্র জগতে তোমাকে স্বাগত!!! অনিত পান্ডে তুমি সুন্দরী মেয়ে। তুমি খুব সুন্দর এবং অসাধারণ!!! তোমার নীরবতা অনেক কথা বলে দিয়েছে, এবং তোমার সংবেদনশীলতা ও শক্তি আমাকে অশ্রুসিক্ত করেছে। আহান এবং তুমি- দু’জনেই জাদুকরী পারফরম্যান্স করেছ।”
ট্রোলের জবাব, ‘ঘরে বসে নেতিবাচক মন্তব্য নয়!’
উচ্ছ্বসিত প্রশংসা তাঁকে ফের টেনে এনেছে নেটিজেনদের সমালোচনার মুখে।তবে করণের এই পোস্টের পরই ফের শুরু হয়েছে কটাক্ষ। একজন নেটিজেন তাঁকে ‘নেপো কিড কা দাইজান’ (নেপো বাচ্চার ন্যানি) বলে অভিহিত করেন। এতে ক্ষুব্ধ করণ পাল্টা ধমকে লিখেছেন, “চুপ করুন! ঘরে বসে থেকে নেতিবাচক মন্তব্য করবেন না। দুই সন্তানের কাজ দেখুন, এবং নিজে কিছু কাজ করুন।” যদিও অনেকে করণের সমর্থনেও মুখ খুলেছেন, দাবি করেছেন যে প্রতিভাবানদের প্রশংসা করা উচিত, স্বজনপ্রীতির অভিযোগ তুলে তা আটকানো ঠিক নয়। আরেকজন অবশ্য খোঁচা দিয়ে বলেছেন, “যদি এই ছবিটি ব্যর্থ হত, তাহলে করণ জোহর এই সব লিখতেন না!”
দেখুন অন্য খবর: