মুম্বই : বলিউডে করণ জোহর ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক যে মোটেই ভালো নয় তা অনেকেই জানেন। কারণের টিভি শো কফি উইথ কারণে এসে বলিউডে নিয়ে করণকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন কাঙ্গনা। তারপর থেকে যেকোনো বিষয়ে সুযোগ পেলেই কারণ কে এক হাত নিতে ছাড়েন না কঙ্গনা। অন্যদিকে ও ছেড়ে কথা বলেন নি করণ।
তবে এবার মনে হচ্ছে তাঁদের সম্পর্কের বরফ কিছুটা গলেছে।কারণের গলায় কঙ্গনা সম্পর্কে এখন অনেকটা নরম সুর।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে করণের মুখে কঙ্গনার প্রশংসা শোনা গিয়েছে। ওই সাক্ষাৎকারে ‘ও মাই গড ২’, ‘গদর ২’ এর ব্যবসায়িক সাফল্যে করণ যে যথেষ্ট উচ্ছ্বসিত সে কথা উল্লেখ করার পাশাপাশি কঙ্গনা প্রযোজনা সামলে অভিনয় করছেন তা নিয়ে যথেষ্ট উৎসাহ দেখান বলিউডের এই জনপ্রিয় পরিচালক- প্রযোজক। সম্প্রতি তিনি সম্পূর্ণ করেছেন তাঁর চলচ্চিত্র জগতের ২৫ বছর। প্রায় ৭ বছর পরে তিনি ফিরে এলেন পরিচালক হিসাবে। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ পর্দায় সফল। এরই মধ্যে করণ বললেন, তিনি খুব খুশি সানি দেওল এবং অক্ষয় কুমারের ছবির সাফল্যের কারণে। কঙ্গনার পাশাপাশি বলিউডের বহু অভিনেত্রীর প্রশংসা করেন করণ। তবে কঙ্গনার প্রসঙ্গ আসতে তিনি জানান, ”তাঁর ‘এমারজেন্সি’ ছবিটি দেখার জন্য আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি। ছবিতে কঙ্গনার লুক অসাধারণ”।
মাথায় কাঁচা-পাকা চুল,সামান্য মেক আপ, প্রস্থেথিক সাজে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লুকে কঙ্গনা সবার নজর কেড়েছে। এক মিনিট একুশ সেকেন্ডের টিজারে ইন্দিরা গান্ধীর লুকে কঙ্গনা বাজিমাত করে দিয়েছেন। শুধু অভিনয় নয় ছবির পরিচালনার কাজ করেছেন তিনি নিজে। পরিচালক শাইখ কবিরের হাত থেকে নিজেই সেই দায়িত্ব ছিনিয়ে নিয়েছেন কঙ্গনা।