ফের ছোটপর্দায় চাঁদের হাট বসাতে চলেছেন করণ জোহর।কারণ,শুরু হতে চলেছে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ সিজন ৭’।জানা যাচ্ছে, মে মাসেই শো-এর শ্যুটিং শুরু করে দেবেন কেজো।বর্তমানে জয়সলমীরে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন করণ।সুইজারল্যান্ডের পাহাড়েও ছবির শ্যুটিং করবেন রণবীর সিং ও আলিয়া।মে মাসের মধ্যেই ছবির সিংহভাগ শ্যুটিং শেষ হয়ে যাবে।তারপরই ক্যামেরার পিছন থেকে সামনে আসবেন ধর্মার কর্ণধার।সঙ্গে অবশ্যই থাকবে কফি মাগ, আর নিত্য নতুন অতিথিরা।খবর মিলছে কফি উইথ করণের নতুন সিজনে কেজোর অতিথি তালিকায় রয়েছে অক্ষয় কুমার,বরুণ ধাওয়ান,কিয়ারা আডবানি,নীতু সিং থেকে শুরু করে সিদ্ধার্থ মালহোত্রা,রশ্মিকা মন্দানা,ক্যাটরিনা কাইফ,সিদ্ধান্ত চতুর্বেদীরাও।নতুন দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গেও আড্ডা দেবেন করণ।প্রতি সিজনের মতো ‘কফি উইথ করণ সিজন ৭’ ও যে রীতিমতো জমজমাট হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
Html code here! Replace this with any non empty text and that's it.