বলিউড এই জুটির বিয়ের দশ বছর উদযাপন করতে তড়িঘড়ি শুটিং সেরে লন্ডন থেকে গত সপ্তাহে মুম্বই ফিরেছিলেন করিনা কাপুর(Karina Kapoor)। স্বামী তথা বলিউড অভিনেতা সইফ আলি খানের(Saif Ali Khan) সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ভালবাসার কথা উজাড় করে দিয়েছিলেন বেবো অর্থাৎ করিনা। বিয়ের দশ বছর পেরিয়ে এলেন এই বলিউড যুগল। গতকাল ছিল তাদের দশম বিবাহবার্ষিকী উদযাপন(Weeding Anniversary)। ২০১২ সালের ১৬ই অক্টোবর পাতৌদি প্যালেসে তাঁদের চার হাত এক হয়েছিল। আনুষ্ঠানিকভাবে তাঁরা এক হয়েছিলেন। সমগ্র বলিউড এই নতুন জুটি নিয়ে মাতোয়ারা ছিলেন। তাঁদের দুই সন্তান তৈমুর এবং জাহাঙ্গির।
আরো পড়ুন: Jodie Comer Deepika Padukone: পৃথিবীর সবচেয়ে সুন্দরীদের তালিকায় রয়েছেন বলিউড নায়িকা
যদিও সাইফ আলি খানের এর আগে অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহ হয়েছিল।
প্রসঙ্গত,সইফ আলি খান সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। তার ফলে ভক্ত-অনুরাগীরা তাঁর প্রতিক্রিয়া দেখার সুযোগ থেকে বঞ্চিত হন। তাই বলে সইফের সমগ্র পরিবার সইফিনার বিবাহবার্ষিকী পালনে কোন খামতি রাখেন না। সোশ্যাল মিডিয়া য় ছবি পোস্ট করেছেন সইফের বোন অভিনেত্রী সোহা আলি খান(Soha Ali Khan)। অভিনেত্রী একটি পুরনো অপ্রকাশিত নস্টালজিক ছবি প্রকাশ্যে এনেছেন দাদার বিবাহবার্ষিকীতে। ১০ বছর আগের সেই ছবি। সইফ-করিনার বিয়ের পরে ফটোশুটের সেই ছবি। ছবিতে সইফ-করিনা ছাড়াও রয়েছেন সোহা এবং আর এক বোন সাবা আলি খান। এরা ছাড়াও রয়েছেন সইফের মা বলিউডের প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
সইফ এবং প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের দুই সন্তান অভিনেত্রী সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। বর্তমানে দুই পরিবারের সম্পর্ক যথেষ্ট স্বাভাবিক। দুই পরিবার আলাদা ছাদের তলায় থাকলেও সইফের চার সন্তানের মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো। পাতৌদি পরিবারের যে কোন অনুষ্ঠানে সবাই একসঙ্গে অংশগ্রহণ করেন। অভিনেত্রী সারা আলি খান(Sara Ali Khan) বাবা মায়ের এই বিচ্ছেদকে মেনে নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘বিচ্ছেদের পরে দেখলাম তারা দুজনেই যথেষ্ট খুশি।’