ওয়েব ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কয়েকবার শিরোনামে উঠে এসেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান(Kartik Aaryan)। অভিনেত্রী সারা আলি খান থেকে শুরু করে অনন্যা পান্ডে অনেকের নাম জড়িয়েছে তার সঙ্গে প্রেমের সম্পর্কের চর্চায়। তারপর বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠছে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে কার্তিক আরিয়ান নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।
আরও পড়ুন:‘সুপারম্যান’ খ্যাত অভিনেতা টেরেন্স স্ট্যাম্প প্রয়াত
বিশেষত অনুরাগ বসুর(Anurag Basu) পরিচালনায় ‘আশিকি ৩'(Aashiqui 3) ছবির সেটে এই তারকা যুগলকে অভিনয় করতে দেখা গেছে। যদিও সে ছবি এখনো মুক্তি পায়নি। কিন্তু শোনা গিয়েছিল এই ছবিতে অভিনয় করতে গিয়েই নাকি কার্তিক শ্রীলীলা(Sreeleela)র প্রেমে পড়েছেন! ছবি শুটিং এর পরেও তাদের একসঙ্গে দেখা গেছে। শুটিংয়ের বাইরে এই জুটিকে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। গতকাল রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় ফের তাদের ডিনারে দেখা গেল। যা ভক্তদের মাঝে কৌতূহল জাগিয়েছে।
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তাতে দেখা যায়, রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন কার্তিক। এর কিছুক্ষণ পর বের হন শ্রীলীলা। দুজনে আলাদা আলাদাভাবে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গাড়িতে উঠে ওই স্থান ত্যাগ করেন।
এবার নতুন করে কার্তিক-শ্রীলীলার প্রেমের(Kartik-Sreeleela relationship) গুঞ্জন বাড়িয়ে তুলেছে কার্তিকের হাতের নতুন ট্যাটু(Tatoo)। পরিবারের সঙ্গে মুম্বইতে রাখি উদ্যাপন করলেন কার্তিক আরিয়ান। শনিবার ইনস্টাগ্রামে ভাগ করলেন এক বিশেষ ছবি। পাশে তাঁর প্রিয় পোষ্য ‘কাটোরি’, আর হাতে একেবারে নতুন ট্যাটু। ডান হাতের কবজিতে খোদাই করা হয়েছে চাঁদের বিভিন্ন রূপ—অর্ধচন্দ্র থেকে পূর্ণিমা পর্যন্ত। যদিও ট্যাটু নিয়ে কার্তিক কোনও ব্যক্তিগত মন্তব্য করেননি, তবে এর গভীর প্রতীকী অর্থ রয়েছে। নতুন চাঁদ মানে নতুন শুরু, পূর্ণিমা মানে পরিপূর্ণতা আর শক্তির শিখর। বাড়ন্ত ও ক্ষয়িষ্ণু চাঁদ বোঝায় পরিবর্তন, আত্মসমীক্ষা আর বিকাশের প্রয়োজনীয়তা।
দেখুন অন্য খবর: