Sunday, August 3, 2025
Homeবিনোদনকেরলে সরকারি উদ্যোগে ওটিটি প্ল্যাটফর্ম

কেরলে সরকারি উদ্যোগে ওটিটি প্ল্যাটফর্ম

Follow Us :

করোনার প্রকোপে সিনে ইন্ডাস্ট্রির উপর গভীর প্রভাব পড়েছে। তবে কেরালা সরকার সিনে ইন্ডাস্ট্রির উন্নতির জন্য সরকারি ওটিটি প্ল্যাটফর্ম আনার পরিকল্পনা করছেন।

করোনা ও লকডাউনের কারণে প্রায় ২০৯ টি ছবি সিনেমা হলে মুক্তি পায়নি। এর মধ্যে অবশ্যই ৬১র মত ছবি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির আলো দেখেছে, তবে ৯০ এর মতো ছবি মুক্তির অপেক্ষায়। তবে এই ছবিগুলি জাতীয় স্তরের ওটিটি পাচ্ছেনা, কারন তারা সব সময় স্টার ভ্যালু উপর জোর দেয়। কেরালা সরকার তাই ছোট বাজেটের ছবি ও এস্থেটিক ভ্যালু সম্পন্ন ছবি যেগুলি ফিল্ম ফেস্টিভ্যালে সম্মান পেলেও হল বা ওটিটি পায়ঁআ তাদের জন্য আনতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম। এখানে ছবি কেনা হবেনা ঠিকই, তবে ছবির প্রদর্শনী লভ্যাংশ প্রযোজক কে দেওয়া হবে। এক্ষেত্রে কেরালা স্টেট ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এই ওটি তৈরির দায়িত্ব নিয়েছে।

দক্ষিণের ছবি ভারতীয় ছবির সম্পদ। সেই সম্পদকে রক্ষণাবেক্ষণ ও আরো উৎসাহ দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। কে এস এফ ডি সি এর প্রধান মায়া এন জানান, এই ওটিটি কখনও প্রেক্ষাগৃহের সঙ্গে প্রতিযোগিতার জন্য নয় বরং মালায়ালাম ছবিকে আরও উৎসাহিত করা ও করোনার প্রকোপ থেকে সিনে ইন্ডাস্ট্রিকে রক্ষা করা।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39