আগামী ১০ডিসেম্বর বড়পর্দায় তোলপাড় ফেলতে আসছে আয়ুষ্মান খুরানার নতুন ছবি ‘চণ্ডীগড় করে আশিকি’।অভিষেক কাপুর পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন বাণী কাপুর।ছবির গল্প যে বেশ অন্যরকম একটা প্রেমের গল্প,তা মালুম মিলেছে ট্রেলারেই।এবার মুক্তি পেল ছবির হোলির পার্টি সং ‘খিঞ্চ তে নাচ’।সুরকার জুটি শচিন-জিগরের সুরে ‘চণ্ডীগড় করে আশিকি’-র এই জবরদস্ত ডান্স নাম্বারটি গেয়েছেন বিশাল দাদলানি এবং শাল্মলি খোলগারে।গলা মিলিয়েছেন ব্রিজেশ সান্ডিল্যও।হোলির এখনও অনেক দেরি।কিন্তু তার আগে একবার অকাল হোলির সেলিব্রেশনে মাতলে মন্দ হয় না,কি বলুন।চলুন দেখে নি ‘চণ্ডীগড় করে আশিকি’-র নতুন গান।
Html code here! Replace this with any non empty text and that's it.