ওয়েব ডেস্ক: দিবাকর ব্যানার্জি(Dibakar Banerjee) পরিচালিত সুপারহিট ছবি ‘খোসলা কা ঘোঁসলা'(Khosla Ka Ghosla) মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। এবার বলিউড অভিনেত্রী হুমা কুরেশি(Huma Qureshi)কে নিয়ে তৈরি হবে এই ছবির দ্বিতীয় পর্ব(2nd Part)। বলিউডে ইতিহাস তৈরি করা এই ছবিতে অভিনয় করেছিলেন অনুপম খের(Anupam Kher), বোমান ইরানি(Boman Irani), রণবীর শোরে(Ranvir Shorey), বিজয় রাজ প্রমূখ। ডার্ক কমেডি(Dark Comedy) এই ছবি জনপ্রিয়তার নিরিখে বলিউডে এক নতুন মাইলফলক তৈরি করেছিল।
আরও পড়ুন:সত্যজিতের পর পাতৌদির চরিত্রে জিতু, নাকি শুধুই জল্পনা! কি বলছেন পরিচালক !
২০ বছর পর আবার বড় পর্দায় আসতে চলেছে, ‘খোসলা কা ঘোঁসলা ২'(Khosla Ka Ghosla 2)। চিত্রনাট্য নিয়ে জোর কদমে কাজ চলছে। যদিও এখনো অভিনেতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। জানা যাচ্ছে আগামী নভেম্বর মাস থেকে এই ছবি ফ্লোরে যেতে পারে। ছবিটি মুক্তি পাবে আগামী বছর। ছবির মুখ্য চরিত্রে থাকবেন হুমা কুরেশি। প্রযোজনা সংস্থা টি সিরিজের সঙ্গে ইতিমধ্যে নাকি অভিনেত্রীর চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। তবে এই ছবিতে অনুপম খের কিংবা প্রমাণ ইরানি থাকবেন কিনা তা এখনো চূড়ান্ত হয়নি।
দেখুন অন্য খবর: